অাকাশ বিনোদন ডেস্ক:
দু’দিন আগেই জানা গেছে, চলচ্চিত্রে ‘নিষিদ্ধ’ দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার নতুন ছবির নাম ‘আমি নেতা হব’। পরিচালক উত্তম আকাশ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা—মিষ্টি জান্নাত ও সুপ্তি। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির কাজ শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।গতকাল শনিবার জানা গেছে, একটি নয়, একই প্রযোজনা প্রতিষ্ঠানের তিনটি ছবিতে অভিনয় করবেন শাকিব খান। একটি হলো ‘আমি নেতা হব’ আর অন্য দুটি ‘কেউ কথা রাখেনি’ ও ‘মামলা হামলা ঝামেলা’।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সংবাদ মাধ্যমকে জানান, ৯ জুলাই একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ‘নিষিদ্ধ’ শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরি উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, তারা অনেক বুঝেশুনে শাকিব খানের সঙ্গে চুক্তি করেছেন। ২৫ জুলাই থেকে ‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু করতে চান। তারা আশা করছেন, এর আগেই সব সমস্যার সমাধান হবে।
শাকিব খান চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন না। আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, আবার কারও মতে চলচ্চিত্রে তিনি ‘অবাঞ্ছিত’, কেউ তার সঙ্গে কাজ করবে না। গত ২৩ জুন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এ সিদ্ধান্ত নেয়।
শাকিব খান আগেই জানিয়েছেন, চলচ্চিত্র ঐক্যজোটের এ সিদ্ধান্ত তিনি লোকমুখে শুনেছেন। এখনো লিখিতভাবে তাকে কিছু জানানো হয়নি। বললেন, ‘আমার মনে হয় না যে নতুন ছবিতে কাজের কোনো সমস্যা হবে।’
আর চলচ্চিত্র ঐক্যজোটের সদস্যসচিব ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানিয়েছেন, শুধু যেসব ছবির কাজ ৫০ ভাগের বেশি শেষ হয়েছে, সেসব ছবির কাজ শেষ করতে পারবেন শাকিব খান। এছাড়া আর কোনো ছবির কাজ করতে পারবেন না।
আকাশ নিউজ ডেস্ক 






















