অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শুক্রবার ইরাকে জাতিসংঘের রাজনৈতিক মিশনের মেয়াদ ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খবর সিনহুয়ার। সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হওয়ার পর ইরাক বিষয়ক জাতিসংঘ সহযোগিতা মিশনের (ইউএনএএমআই) মেয়াদ বৃদ্ধির ব্যাপারে নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্তের কথা জানায়।
এক্ষেত্রে মহাসচিবের বিশেষ প্রতিনিধি দলের দায়িত্ব পালন অব্যাহত থাকবে। ২০১৬ সালেও এ মিশনের সময় বাড়ানো হয়। ইরাকে জাতিসংঘ মিশনকে নিরাপত্তা ও লজিস্টিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছে।
উল্লেখ্য, ইরাকী সরকারের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৫০০ নম্বর প্রস্তাবের মাধ্যমে ২০০৩ সালে এই রাজনৈতিক মিশন ইউএনএএমআই প্রতিষ্ঠা করে।
আকাশ নিউজ ডেস্ক 
























