আকাশ স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফে যুক্ত হতে আগামী মাসে আবুধাবিতে যাচ্ছেন বেন স্টোকস ও মঈন আলী। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তারা লায়ন্সের প্রধান কোচ অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে কাজ করবেন।
এই সফরে ইংল্যান্ড লায়ন্স পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। তিন বছর পর লায়ন্স দলের কর্মসূচিতে প্রতিযোগিতামূলক সাদা বলের ক্রিকেট ফিরছে এই সিরিজের মাধ্যমে।
সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মূলত কাউন্টি ক্রিকেট, শীতকালীন ফ্র্যাঞ্চাইজি লিগ ও অনূর্ধ্ব-১৯ কর্মসূচির মাধ্যমে সাদা বলের ক্রিকেটার তৈরি করে আসছিল। এবার সেই কাঠামোয় পরিবর্তন আনছে তারা। লায়ন্সের টি-টোয়েন্টি দল সর্বশেষ মাঠে নেমেছিল ২০১৮ সালের শেষ দিকে এবং ৫০ ওভারের দল সর্বশেষ ২০২৩ সালের শ্রীলঙ্কা সফরে খেলেছিল।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এই সফরে যুক্ত হচ্ছেন নিজের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে। চলতি মাসে সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টে বোলিং করার সময় কুঁচকির চোট পান তিনি। এর আগে গত গ্রীষ্মে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে নর্দার্ন সুপারচার্জার্সে ফ্লিন্টফের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করেছিলেন স্টোকস। আবুধাবিতেও তিনি একই ভূমিকায় থাকবেন।
অন্যদিকে সাবেক অলরাউন্ডার মঈন আলীও এই সফরের মাধ্যমে কোচিং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। ফ্লিন্টফের কোচিং স্টাফে আরও রয়েছেন নিল ম্যাকেঞ্জি, সারাহ টেলর, নিল কিলিন, আমর রশিদ ও ট্রয় কুলি।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের নেতৃত্ব দেবেন জর্ডান কক্স। হাঁটুর অস্ত্রোপচার থেকে ফেরা সাকিব মাহমুদ দলে ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ইনজুরির কারণে কোনো খেলোয়াড় ছিটকে পড়লে এই দুজনকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন ড্যান মাউসলি। দলে রয়েছেন সোমারসেটের উইকেটকিপার জেমস রিউ ও পেসার ম্যাথিউ পটস।
ইংল্যান্ড লায়ন্স স্কোয়াড:
টি-টোয়েন্টি: সনি বেকার, লুক বেনকেনস্টাইন, জেমস কোলস, স্যাম কুক, জর্ডান কক্স (অধিনায়ক), স্কট কারি, ক্যালভিন হ্যারিসন, এডি জ্যাক, সাকিব মাহমুদ, বেন ম্যাককিনি, টম মুরস, ড্যান মাউসলি, ম্যাট রিভিস, উইল স্মিড, নাথান সাউটার, মিচেল স্ট্যানলি, আসা ট্রাইব।
ওয়ানডে: সনি বেকার, লুক বেনকেনস্টাইন, জেমস কোলস, স্যাম কুক, জর্ডান কক্স, স্কট কারি, ক্যালভিন হ্যারিসন, এডি জ্যাক, বেন ম্যাককিনি, ড্যান মাউসলি (অধিনায়ক), লিয়াম প্যাটারসন-হোয়াইট, ম্যাথিউ পটস, ম্যাট রিভিস, জেমস রিউ, মিচেল স্ট্যানলি, আসা ট্রাইব, জেমস হোয়ার্টন।
আকাশ নিউজ ডেস্ক 
























