আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান। এমন গুঞ্জনের মধ্যে পাকিস্তানের অনেক সাবেক তারকা কথা বলছেন; বাংলাদেশ দল এবং বিশ্বকাপে পাকিস্তানের অংশ গ্রহণ প্রসঙ্গে।
পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান হারুন রশিদের বিশ্বাস পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সমর্থন করেছিলাম, সেটা ভালো ব্যাপার। আমরা নীতিগত অবস্থান নিয়েছিলাম, কিন্তু এখন আমাদের ক্রিকেট স্বার্থের দিকে তাকানোর সময়।’
গত সেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আইপিএলে এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না এই শঙ্কায় টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেয় বিসিসিআই। তাহলে টি-েটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে ভারত। এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়
বাংলাদেশ চেয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে নিয়ে আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি করে। তাতে একমাত্র পাকিস্তান ছাড়া কোনো দেশ বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনে রাজি হয়নি। যে কারণে আইসিসি জানিয়ে দেয় বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে। অন্যথায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
আকাশ নিউজ ডেস্ক 






















