ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে প্রতিশ্রুতি আসিফ মাহমুদের ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন প্লেব্যাক থেকে বিদায় নিলেন অরিজিৎ, জানালেন একাধিক কারণ কোন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবে না বিএনপির: মির্জা আব্বাস জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা গতকালের ঘটনার পরে অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম কাজ দেওয়ার নামে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক :

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল ম্যাচ জেতে ৩৯ রানে।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং নেয় থাইল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে করে ১২৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সোবহানা মোস্তারি। তিনি ৪২ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। ওপেনার জুরাইয়া ফেরদৌস করেন ৫৬ রান। ৪৫ বলের ইনিংসে তিনি মারেন ৩টি চার ও ৪টি ছক্কা।

ব্যাটিংয়ের শুরুতেই কোনো রান না করেই আউট হন দিলারা আক্তার। এরপর ১২ রান করে ফেরেন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা। তারপর জুরাইয়া ও মোস্তারি গড়েন শতরানের জুটি। শেষমেশ বাংলাদেশ পায় বেশ ভালো একটা পুঁজি। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুথাওং নেন ৩ উইকেট। অনিচা নেন ২টি উইকেট। ফানিথা মায়া নেন ১ উইকেট।

জবাবে থাইল্যান্ডের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার নাত্তাকান চান্তাম করেন সর্বোচ্চ ৪৬ রান। অধিনায়ক নারুয়েমল চাইওয়াই করেন ৩০ রান। নান্নাপাত কনচারোয়েনকাই করেন ২৯ রান।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন মারুফা আক্তার। তিনি নেন ৩ উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন নেন ১ উইকেট।

নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডে। ৩০ জানুয়ারি ম্যাচটা শুরু হবে শোকাল ৯টা ১৫ মিনিটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে প্রতিশ্রুতি আসিফ মাহমুদের

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল ম্যাচ জেতে ৩৯ রানে।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং নেয় থাইল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে করে ১২৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সোবহানা মোস্তারি। তিনি ৪২ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। ওপেনার জুরাইয়া ফেরদৌস করেন ৫৬ রান। ৪৫ বলের ইনিংসে তিনি মারেন ৩টি চার ও ৪টি ছক্কা।

ব্যাটিংয়ের শুরুতেই কোনো রান না করেই আউট হন দিলারা আক্তার। এরপর ১২ রান করে ফেরেন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা। তারপর জুরাইয়া ও মোস্তারি গড়েন শতরানের জুটি। শেষমেশ বাংলাদেশ পায় বেশ ভালো একটা পুঁজি। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুথাওং নেন ৩ উইকেট। অনিচা নেন ২টি উইকেট। ফানিথা মায়া নেন ১ উইকেট।

জবাবে থাইল্যান্ডের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার নাত্তাকান চান্তাম করেন সর্বোচ্চ ৪৬ রান। অধিনায়ক নারুয়েমল চাইওয়াই করেন ৩০ রান। নান্নাপাত কনচারোয়েনকাই করেন ২৯ রান।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন মারুফা আক্তার। তিনি নেন ৩ উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন নেন ১ উইকেট।

নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ডে। ৩০ জানুয়ারি ম্যাচটা শুরু হবে শোকাল ৯টা ১৫ মিনিটে।