ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি রুপি পান, তবে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক সেবামূলক কাজে দান করবেন।

এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয় গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেই সভায় মমতা ব্যানার্জী অভিযোগ করেছিলেন যে কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়।

তিনি শুভেন্দুকে ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করে দাবি করেছিলেন, জনৈক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং সেখান থেকে সেই অর্থ অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী আগেই তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশে তিনি জানতে চেয়েছিলেন, ঠিক কীসের ভিত্তিতে বা কোন প্রমাণের ওপর নির্ভর করে মুখ্যমন্ত্রী এমন গুরুতর অভিযোগ করেছেন। নোটিশে প্রামাণ্য নথি দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো উত্তর না আসায় শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, তিনি তার কথা রেখেছেন। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে করা তার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক।

এই প্রতারণামূলক অপকর্মের জন্য মুখ্যমন্ত্রীকে আদালতে টেনে আনার প্রতিশ্রুতি পূরণ করেছেন বলেও তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করতে, অন্যথায় অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতে বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

আপডেট সময় ০৪:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি রুপি পান, তবে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক সেবামূলক কাজে দান করবেন।

এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয় গত ৯ জানুয়ারি কলকাতার একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। সেই সভায় মমতা ব্যানার্জী অভিযোগ করেছিলেন যে কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়।

তিনি শুভেন্দুকে ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করে দাবি করেছিলেন, জনৈক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং সেখান থেকে সেই অর্থ অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী আগেই তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশে তিনি জানতে চেয়েছিলেন, ঠিক কীসের ভিত্তিতে বা কোন প্রমাণের ওপর নির্ভর করে মুখ্যমন্ত্রী এমন গুরুতর অভিযোগ করেছেন। নোটিশে প্রামাণ্য নথি দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো উত্তর না আসায় শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মামলার অনুলিপি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, তিনি তার কথা রেখেছেন। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে করা তার অভিযোগগুলো সম্পূর্ণ কাল্পনিক।

এই প্রতারণামূলক অপকর্মের জন্য মুখ্যমন্ত্রীকে আদালতে টেনে আনার প্রতিশ্রুতি পূরণ করেছেন বলেও তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করতে, অন্যথায় অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতে বলেন।