আকাশ জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত ৮টার দিকে ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।
নিহতের দ্বিতীয় ছেলে মোটরসাইকেল মেকানিক সাব্বির জানান, তার মা কিছুদিন আগে মারা গেছেন। এরপর থেকে ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে তিন ভাই আর বাবা থাকেন। তার বাবা রায়হান বাবুর্চির কাজ করেন। কয়েক দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজনের সঙ্গে তার বাবার তর্ক হয়। ওই সময় রাজ্জাকসহ তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি তারা তিন ভাই জানতে পেরে রাজ্জাকের কাছ থেকে তার বাবাকে দূরে থাকতে বলেন।
তিনি আরও বলেন, রাতে তার বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 























