ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

নতুন রূপে শ্রাবন্তী

আকাশ বিনোদন ডেস্ক : 

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের সামনে আসছেন একেবারে নতুন রূপে—‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা বা কার্টুনভিত্তিক গল্প নয়, বরং ভিন্ন আঙ্গিকের একটি ওয়েব সিরিজ। সিরিজটির নাম ‘ঠাকুমার ঝুলি’, যেখানে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল।

সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন সিরিজগুলোর তালিকায় ‘ঠাকুমার ঝুলি’-র নাম ঘোষণা করেছে। সিরিজটির গল্প আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র করে। এর আগে শ্রাবন্তীকে মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার তাকে ঠাকুমার ভূমিকায় দেখা যাবে। প্রিয় অভিনেত্রীর এই ভোলবদল ও নতুন লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। জানা গেছে, চলতি মাসেই শুরু হবে এই সিরিজের শুটিং। মাঝেমধ্যে তাকে নিয়ে নানা চর্চা হলেও সেসব থেকে দূরেই থাকেন অভিনেত্রী। গত বছর তার অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল। এবার তার বয়স্ক লুক দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-র মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডলও এই সিরিজের বড় চমক। শ্রাবন্তীর মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে শ্রাবন্তী

আপডেট সময় ০৮:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আকাশ বিনোদন ডেস্ক : 

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের সামনে আসছেন একেবারে নতুন রূপে—‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা বা কার্টুনভিত্তিক গল্প নয়, বরং ভিন্ন আঙ্গিকের একটি ওয়েব সিরিজ। সিরিজটির নাম ‘ঠাকুমার ঝুলি’, যেখানে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল।

সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন সিরিজগুলোর তালিকায় ‘ঠাকুমার ঝুলি’-র নাম ঘোষণা করেছে। সিরিজটির গল্প আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র করে। এর আগে শ্রাবন্তীকে মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার তাকে ঠাকুমার ভূমিকায় দেখা যাবে। প্রিয় অভিনেত্রীর এই ভোলবদল ও নতুন লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। জানা গেছে, চলতি মাসেই শুরু হবে এই সিরিজের শুটিং। মাঝেমধ্যে তাকে নিয়ে নানা চর্চা হলেও সেসব থেকে দূরেই থাকেন অভিনেত্রী। গত বছর তার অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল। এবার তার বয়স্ক লুক দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-র মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডলও এই সিরিজের বড় চমক। শ্রাবন্তীর মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।