ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক আহত

আকাশ জাতীয় ডেস্ক :

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রনি মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক পেটে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বিজিবির সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) একই সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে রনি মিয়া পায়ে গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ হয়ে সুস্থ হওয়ার পর তিনি আবারও ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে এবার পেটে গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ রনি মিয়া হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গোতামারি গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর মূল পিলারের পাশ দিয়ে ৪–৫ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের শিষরাম ক্যাম্পের টহল দল এক রাউন্ড গুলি ছোড়ে। এতে রনি মিয়া পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজিবি জানিয়েছে, আহত রনি মিয়ার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক আহত

আপডেট সময় ০২:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রনি মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক পেটে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বিজিবির সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) একই সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে রনি মিয়া পায়ে গুলিবিদ্ধ হন। পায়ে গুলিবিদ্ধ হয়ে সুস্থ হওয়ার পর তিনি আবারও ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে এবার পেটে গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ রনি মিয়া হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গোতামারি গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর মূল পিলারের পাশ দিয়ে ৪–৫ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ১৫০ গজ ভেতরে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের শিষরাম ক্যাম্পের টহল দল এক রাউন্ড গুলি ছোড়ে। এতে রনি মিয়া পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজিবি জানিয়েছে, আহত রনি মিয়ার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক। তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।