ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

সব হাসপাতালে জরুরি নির্দেশনা, শিশু-মেডিসিন ওয়ার্ডে বৈকালিক রাউন্ড বাধ্যতামূলক

আকাশ জাতীয় ডেস্ক : 

শীত মৌসুমে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সব হাসপাতালে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা যেসব স্থান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে সেগুলো দ্রুত মেরামত ও সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শীতকালীন রোগের চিকিৎসায় নেবুলাইজার সল্যুশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে রোগীর অভিভাবকদের শীতকালীন রোগ প্রতিরোধ ও প্রাথমিক করণীয় বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া প্রতিদিন শীতকালীন রোগ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

সব হাসপাতালে জরুরি নির্দেশনা, শিশু-মেডিসিন ওয়ার্ডে বৈকালিক রাউন্ড বাধ্যতামূলক

আপডেট সময় ১১:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

শীত মৌসুমে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সব হাসপাতালে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের ভাঙা জানালা, দরজা কিংবা যেসব স্থান দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে সেগুলো দ্রুত মেরামত ও সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শীতকালীন রোগের চিকিৎসায় নেবুলাইজার সল্যুশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে রোগীর অভিভাবকদের শীতকালীন রোগ প্রতিরোধ ও প্রাথমিক করণীয় বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া প্রতিদিন শীতকালীন রোগ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কন্ট্রোল রুমে পাঠাতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।