আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে আফগান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় তারা।
বেইজিংয়ে চলমান পাকিস্তান ও চীনের সপ্তম কৌশলগত সংলাপে এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। সংলাপে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা সহ-সভাপতিত্ব করেন।
এ সংলাপে দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা, কৌশলগত ও রাজনৈতিক সমন্বয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনীতি, নিয়ে মতবিনিময় করেছেন। আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়।
উভয় পক্ষ আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন ধ্বংস ও নির্মূল করার জন্য দৃশ্যমান ও যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। তারা সম্মত হন, আফগান ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর বা অন্যের নিরাপত্তা বিপন্ন করার সুযোগ দেওয়া যাবে না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের প্রতি জোর দিয়েছে দেশ দুটি। যার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো নিশ্চিতে আফগান কর্তৃপক্ষকেও এগিয়ে আসার আহ্বান করেছে।
তারা বলছে, এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেওয়া সম্ভব হবে এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ে আফগানিস্তানের ভূমিকা নিশ্চিত করা যাবে।
এছাড়া উভয় পক্ষ পাকিস্তান-চীন-আফগানিস্তান ত্রিপাক্ষিক সংলাপের মাধ্যমে এবং পাকিস্তান-চীন-বাংলাদেশ সহযোগিতা কাঠামোকে ব্যবহার করে এ কাজের অগ্রগতি অর্জন করতে চায়।
আকাশ নিউজ ডেস্ক 
























