আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রবিবার সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রংপুর রাইডার্স। মাত্র ৫ রানে জয়ের নায়ক হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, তিনি শেষ ওভারে দলের ভাগ্য ঘুরিয়ে দেন।
রংপুর টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। মাহমুদ উল্লাহ রিয়াদ ৫১ রানের ফিফটি তুলে দলের ইনিংসকে সঙ্গতিশীল করে তোলেন। ৭ চারের ইনিংসের শেষে খুশদিল শাহ ৩৮ রানের ঝড়ো ব্যাটিং করে দলকে দেড়শোর ওপরে পৌঁছে দেন। এছাড়া আগের তিন ম্যাচে ওপেনিংয়ে খেলা ডেভিড মালান তিন নম্বরে নামে ৩৩ রান যোগ করেন।
ঢাকার জবাবে মুস্তাফিজের নৈপুণ্যে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমে যায় প্রতিপক্ষের ইনিংস। শেষ ওভারে মুস্তাফিজের জাদুয়ী বোলিংতে বাঁহাতি পেসারের কাটার, স্লোয়ার ও ইয়র্কারে বিভ্রান্ত হয়ে মাত্র ৪ রান নিতে পারেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। এতে রংপুর ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করে।
এই জয়ে রংপুর রাইডার্স টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, শেষ পর্যন্ত ঢাকা অধিনায়ক মিঠুন ৫৬ রানে অপরাজিত থাকলেও তার ফিফটি দলের জয়ে রূপান্তরিত হয়নি। ঢাকার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।
আকাশ নিউজ ডেস্ক 




















