ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

অপশক্তির মোকাবিলা করতে হবে শুভশক্তির মাধ্যমেই : সৈয়দা রিজওয়ানা

আকাশ জাতীয় ডেস্ক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একজন সংবাদকর্মী হিসেবে গত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে এবার তার এক পরিমাণও কী হয়েছে? সেই বাস্তবতাগুলো মানুষকে জানিয়ে তাদের মধ্যে আশা জাগাতে হবে। ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা থাকলেও সরকার আশাবাদী যে, তা সামাল দেওয়া সম্ভব হবে এবং সেই লক্ষ্যে শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেস ক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এবং পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি নানা ধরনের বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে সেসব অতিক্রম করেই সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।

গণমাধ্যমে মব আক্রমণ ও নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তার বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে, কিন্তু তিনি বাহিনী নিয়ে কোথাও যাননি। অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে এবং ইতিবাচক শক্তিকে সংগঠিত করার পাশাপাশি ফাইটিং ব্যাকের মানসিকতা থাকতে হবে।

বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব সৃষ্ট আতঙ্ককে পরাজিত শক্তির অপচেষ্টা উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলোও সরকার মোকাবিলা করতে পারবে।

এর আগে পিআইবির উদ্বোধনী অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও প্রার্থী নির্বাচন চায়। অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেস ক্লাবের নেতারা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

অপশক্তির মোকাবিলা করতে হবে শুভশক্তির মাধ্যমেই : সৈয়দা রিজওয়ানা

আপডেট সময় ০৯:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একজন সংবাদকর্মী হিসেবে গত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে এবার তার এক পরিমাণও কী হয়েছে? সেই বাস্তবতাগুলো মানুষকে জানিয়ে তাদের মধ্যে আশা জাগাতে হবে। ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা থাকলেও সরকার আশাবাদী যে, তা সামাল দেওয়া সম্ভব হবে এবং সেই লক্ষ্যে শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেস ক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এবং পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি নানা ধরনের বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে সেসব অতিক্রম করেই সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।

গণমাধ্যমে মব আক্রমণ ও নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তার বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে, কিন্তু তিনি বাহিনী নিয়ে কোথাও যাননি। অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে এবং ইতিবাচক শক্তিকে সংগঠিত করার পাশাপাশি ফাইটিং ব্যাকের মানসিকতা থাকতে হবে।

বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব সৃষ্ট আতঙ্ককে পরাজিত শক্তির অপচেষ্টা উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলোও সরকার মোকাবিলা করতে পারবে।

এর আগে পিআইবির উদ্বোধনী অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও প্রার্থী নির্বাচন চায়। অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেস ক্লাবের নেতারা বক্তব্য দেন।