ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় আহত ৫

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলাকালে স্থানীয়দের হামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির ৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বুধবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অভিযান চালালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট বিভিন্ন বাড়িঘরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এর ফলে সরকার প্রতিনিয়ত বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

তিনি বলেন, বুধবার ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রকৌশলী বলেন, অভিযানকারী দল ওই এলাকার প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন তুলে ফেলার সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। এ সময় ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে লাঠিসোটা, কাঠের টুকরা ও বিভিন্ন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, হামলায় সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী ও ইমু মিয়াসহ ৫ জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকৌশলী সুরজিত কুমার সাহা।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফেরসৌদ ইসলাম বলেন, তিতাসের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে শতাধিক লোকজন একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনার সময় প্রশাসনের পর্যাপ্ত জনবল না থাকায় হামলাকারীরা এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলায় আহত ৫

আপডেট সময় ১০:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলাকালে স্থানীয়দের হামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির ৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বুধবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অভিযান চালালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট বিভিন্ন বাড়িঘরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এর ফলে সরকার প্রতিনিয়ত বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

তিনি বলেন, বুধবার ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায়। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রকৌশলী বলেন, অভিযানকারী দল ওই এলাকার প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন তুলে ফেলার সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। এ সময় ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে লাঠিসোটা, কাঠের টুকরা ও বিভিন্ন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে অভিযানকারী দলের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, হামলায় সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী ও ইমু মিয়াসহ ৫ জন আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকৌশলী সুরজিত কুমার সাহা।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফেরসৌদ ইসলাম বলেন, তিতাসের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে শতাধিক লোকজন একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনার সময় প্রশাসনের পর্যাপ্ত জনবল না থাকায় হামলাকারীরা এ ঘটনা ঘটাতে সক্ষম হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।