আকাশ স্পোর্টস ডেস্ক :
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো বিপিএলে আসা দুর্বার রাজশাহী দল গঠনে প্রাধান্য দিয়েছে তরুণদের। যেখানে সাফল্য পেতে ফ্র্যাঞ্চাইজিটি ভরসা রেখেছে দুই পাকিস্তানি কোচে।
তরুণ ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে দলটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার এজাজ আহমেদ। পাকিস্তানের হয়ে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার পরবর্তীতে কোচিংয়েও বেশ নাম কামিয়েছেন। সেই তিনি এবার দলটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।
আসরে তার সহকারী কোচ হিসেবে থাকছেন আরেক পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুম। তার নিয়োগের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করার অভিজ্ঞতা আছে ইফতিখারের। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।
তাছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলে আব্দুল রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারও।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৭৮টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























