অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুতের তার স্পর্শে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার দেয়াড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুই নির্মাণ শ্রমিক।
নিহত নির্মাণ শ্রমিকের নাম জাকির হোসেন (৩০)। তিনি যশোর জেলার মনিরামপুর থানার পারখাজুরা গ্রামের শওকাত আলী মোড়লের ছেলে। তবে, আহতদের নাম পরিচয় জানা যায়নি।
খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুজ্জামান জানান, কলারোয়া উপজেলার দেয়াড়া বাজারে ডা. আতাউর রহমানের নির্মাণাধীন দোকানের ছাদ ঢালাই করার সময় ওই দোকানের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের মেইন তারে হঠাৎ অসাবধানবশত নির্মাণ শ্রমিক জাকির হোসেন জড়িয়ে পড়েন। এতে ঘটনা স্থলেই তিনি মারা যান। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুই নির্মাণ শ্রমিক আহত হন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেননি।
আকাশ নিউজ ডেস্ক 
























