ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মেসির কাছ থেকে অনেক শিখেছি : এমবাপ্পে

আকাশ স্পোর্টস ডেস্ক :

রিয়াল মাদ্রিদে খুবই বাজে সময় পার করছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যে কারণে বেশ সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। এরইমধ্যে ‘মিস পেনাল্টি’ খেতাবও জুটেছে কপালে। এই খেতাব কেন দেওয়া হলো তাকে, সেটা বুঝতে ছোট্ট দুটি পরিসংখ্যান সামনে আনা যায়।

ক্যারিয়ারে এই প্রথম তিনি এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করেছেন। আর পিএসজি ও রিয়াল মিলিয়ে এ বছর তার পেনাল্টি মিস হয়েছে মোট চারটি। এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার এটাই প্রথম।

ছন্দে ফেরার অপেক্ষায় থাকা এমবাপ্পে সম্প্রতি এক ফ্রেঞ্চ টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন।

মাদ্রিদে কেমন আছেন? এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি। এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি। এখানকার মানুষেরা ভালো, দেশটাও দারুণ।’

জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২০ ম্যাচে ১০ গোল করেছেন। সাক্ষাৎকারে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’

বিশ্বকাপ হারানোয় রাগ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে এমবাপ্পে বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মেসির কাছ থেকে অনেক শিখেছি : এমবাপ্পে

আপডেট সময় ০১:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

রিয়াল মাদ্রিদে খুবই বাজে সময় পার করছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। যে কারণে বেশ সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। এরইমধ্যে ‘মিস পেনাল্টি’ খেতাবও জুটেছে কপালে। এই খেতাব কেন দেওয়া হলো তাকে, সেটা বুঝতে ছোট্ট দুটি পরিসংখ্যান সামনে আনা যায়।

ক্যারিয়ারে এই প্রথম তিনি এক সপ্তাহে দুটি পেনাল্টি মিস করেছেন। আর পিএসজি ও রিয়াল মিলিয়ে এ বছর তার পেনাল্টি মিস হয়েছে মোট চারটি। এক বছরে চারটি পেনাল্টি মিস করার ঘটনাও তার এটাই প্রথম।

ছন্দে ফেরার অপেক্ষায় থাকা এমবাপ্পে সম্প্রতি এক ফ্রেঞ্চ টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন।

মাদ্রিদে কেমন আছেন? এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি। এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি। এখানকার মানুষেরা ভালো, দেশটাও দারুণ।’

জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২০ ম্যাচে ১০ গোল করেছেন। সাক্ষাৎকারে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমরা জড়তা কাটিয়েছি। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’

বিশ্বকাপ হারানোয় রাগ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে এমবাপ্পে বলেন, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’