আকাশ জাতীয় ডেস্ক :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে উজির আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত উজির আলী আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে উজির আলী (৬৫) কৃষিকাজ করতে মাঠে যান। সকাল সাড়ে ৭টার দিকে ঘাস কাটার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
কৃষক উজির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব।
আকাশ নিউজ ডেস্ক 























