ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

প্রজ্ঞাময় আল্লাহর কাজে নেই কোনো ত্রুটি

আকাশ নিউজ ডেস্ক:

পবিত্র কোরআনের একাধিক স্থানে মহান আল্লাহ নিজেকে ‘হাকিম’ বা প্রজ্ঞাময় বলেছেন। যেমন ইরশাদ হয়েছে, ‘তিনি আপন বান্দাদের ওপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞাতা। ’ (সুরা : আনআম, আয়াত : ১৮)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ’ (সুরা : বাকারা, আয়াত : ২২৮)

আল্লামা জাজ্জাজি (রহ.) বলেন, ‘আল্লাহ প্রজ্ঞাময়।

তাই তাঁর সব কাজ প্রজ্ঞাপূর্ণ এবং সংশয়মুক্ত। আল্লাহর কাজে কোনো পরিবর্তন বা দ্বিধা নেই। আল্লাহর প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় তাঁর কাজ, পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তাঁর সংশ্লিষ্ট সব বিষয়ে। ’ (ইশতিকাকু আসমায়িল্লাহ, পৃষ্ঠা ৬০)
আল্লাহ হালিমি বলেন, ‘আল্লাহ প্রজ্ঞাময় হওয়ার অর্থ হলো, যিনি কেবল সঠিক কথা বলেন এবং সঠিক কাজ করেন। আল্লাহ নিজেকে এই গুণে গুণান্বিত করেছেন কেননা তাঁর কাজ সঠিক ও তাঁর সৃষ্টি নির্ভুল। ’ (আল-মিনহাজ ফি শুআবিল ঈমান : ১/১৯১)

আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘হাকিম, যিনি সব কিছু যথাযথভাবে করেন। আল্লাহ তাঁর সব সৃষ্টির ব্যাপারে অনুগ্রহকারী, দানশীল, প্রজ্ঞাময় ও ন্যায়পরায়ণ। তিনি প্রতিটি জিনিসকে যথাযথ মর্যাদা ও অবয়ব দান করেছেন। ’ (শিফাউল আলিল, পৃষ্ঠা ৪৬১)

আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, ‘আল্লাহ প্রজ্ঞাময় তাঁর কথা, কাজ, শরিয়ত ও ভাগ্যলিপির ক্ষেত্রে। ’ (তাফসিরে ইবনে কাসির : ১/৬৯০)

আল-মাউসুয়াতুল আকাদিয়া

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

প্রজ্ঞাময় আল্লাহর কাজে নেই কোনো ত্রুটি

আপডেট সময় ০৯:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

আকাশ নিউজ ডেস্ক:

পবিত্র কোরআনের একাধিক স্থানে মহান আল্লাহ নিজেকে ‘হাকিম’ বা প্রজ্ঞাময় বলেছেন। যেমন ইরশাদ হয়েছে, ‘তিনি আপন বান্দাদের ওপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞাতা। ’ (সুরা : আনআম, আয়াত : ১৮)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ’ (সুরা : বাকারা, আয়াত : ২২৮)

আল্লামা জাজ্জাজি (রহ.) বলেন, ‘আল্লাহ প্রজ্ঞাময়।

তাই তাঁর সব কাজ প্রজ্ঞাপূর্ণ এবং সংশয়মুক্ত। আল্লাহর কাজে কোনো পরিবর্তন বা দ্বিধা নেই। আল্লাহর প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় তাঁর কাজ, পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তাঁর সংশ্লিষ্ট সব বিষয়ে। ’ (ইশতিকাকু আসমায়িল্লাহ, পৃষ্ঠা ৬০)
আল্লাহ হালিমি বলেন, ‘আল্লাহ প্রজ্ঞাময় হওয়ার অর্থ হলো, যিনি কেবল সঠিক কথা বলেন এবং সঠিক কাজ করেন। আল্লাহ নিজেকে এই গুণে গুণান্বিত করেছেন কেননা তাঁর কাজ সঠিক ও তাঁর সৃষ্টি নির্ভুল। ’ (আল-মিনহাজ ফি শুআবিল ঈমান : ১/১৯১)

আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘হাকিম, যিনি সব কিছু যথাযথভাবে করেন। আল্লাহ তাঁর সব সৃষ্টির ব্যাপারে অনুগ্রহকারী, দানশীল, প্রজ্ঞাময় ও ন্যায়পরায়ণ। তিনি প্রতিটি জিনিসকে যথাযথ মর্যাদা ও অবয়ব দান করেছেন। ’ (শিফাউল আলিল, পৃষ্ঠা ৪৬১)

আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, ‘আল্লাহ প্রজ্ঞাময় তাঁর কথা, কাজ, শরিয়ত ও ভাগ্যলিপির ক্ষেত্রে। ’ (তাফসিরে ইবনে কাসির : ১/৬৯০)

আল-মাউসুয়াতুল আকাদিয়া