ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

অক্ষয়ের গোপন তথ্য ফাঁস করলেন টুইঙ্কল

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার ৫৫তম জন্মদিন পালন করলেন শুক্রবার। বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে একজন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখী অক্ষয়। স্ত্রী, দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তার। অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্নার বিয়ে বলিউডের অন্যতম ‘পারফেক্ট ম্যারেজ’র মধ্যে অন্যতম।

জন্মদিনে শুভেচ্ছা বন্যায় ভাসছেন অক্ষয়। ফ্যান থেকে সেলেব্রেটি সবাই আদুরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ‘সূর্যবংশী’ তারকাকে। যদিও অক্ষয়ের জন্য চেনা মেজাজে একদম ‘হটকে’ শুভেচ্ছা বার্তা পোস্ট করলেন স্ত্রী টুইঙ্কল। ডিম্পল কন্যা সোশ্যাল মিডিয়ায় তাদের স্ক্র্যবল খেলার একটি অদেখা ছবি পোস্ট করেন। সঙ্গে স্বামী অক্ষয়ের জন্য চমকপ্রদ শুভেচ্ছাবার্তা থাকল মিসেস ফানি বোনসের পক্ষ থেকে।

টুইঙ্কল এদিন অক্ষয়ের একটা অজানা গুণের কথা ফাঁস করেন। জানান বর ‘স্ক্র্যাবল’ খেলায় ওস্তাদ। প্রাক্তন নায়িকা লেখেন, ‘বার্থ ডে বয় সব খেলায় জিতে যায়! হ্যাঁ, আমাকে ব্যাকগ্যামনে (এক ধরণের খেলা) হারায়। …. এরপর স্ক্র্যাবল খেলায় চারজন প্লেয়ারকে নিজের বিরুদ্ধে ট্যাগ করে আর নিশ্চিহ্ন করে দেয়! সবচেয়ে সেরা বিষয় হল, আজ একজন বন্ধু ওকে হালুয়া কেক পাঠিয়েছে ঠিক যেমনটা ওর মা বানাতো। শুভ জন্মদিন স্ক্র্যাবল মাস্টার’।

স্ত্রীর পোস্টের জবাবে অক্ষয় ‘ধন্যবাদ’ জানাতে ভোলেননি। পাশাপাশি ইনস্টাগ্রাম পোস্টে নিজের অনুরাগীদেরও ধন্যবাদ জানান অভিনেতা। একটি অনুপ্রেরণামূলক উক্তির প্রেক্ষাপটে পোজ দিয়ে ছবি দেন। সেখানে লেখা- ‘তুমি একটা জিনিস যা কোনো দিন রিসাইকেল করতে পারবে না তা হল সময়’। জীবনে সময়ের গুরুত্ব কতটা তা ভালোভাবে বোঝেন রাজীব ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠা মানুষটি।

ফ্যানেদের উদ্দেশে তিনি বলেন, ‘বছর শেষ হয়, সময় কেটে যায়… কিন্তু যেটা চিরকাল থেকে যায় তা হল সেই ভালোবাসা আর কৃতজ্ঞতা যেটা আমি প্রত্যেক জন্মদিনে অনুভব করি। তোমাদের সবাইকে এই ভালোবাসার জন্য ধন্যবাদ’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

অক্ষয়ের গোপন তথ্য ফাঁস করলেন টুইঙ্কল

আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার ৫৫তম জন্মদিন পালন করলেন শুক্রবার। বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে একজন তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখী অক্ষয়। স্ত্রী, দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তার। অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্নার বিয়ে বলিউডের অন্যতম ‘পারফেক্ট ম্যারেজ’র মধ্যে অন্যতম।

জন্মদিনে শুভেচ্ছা বন্যায় ভাসছেন অক্ষয়। ফ্যান থেকে সেলেব্রেটি সবাই আদুরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ‘সূর্যবংশী’ তারকাকে। যদিও অক্ষয়ের জন্য চেনা মেজাজে একদম ‘হটকে’ শুভেচ্ছা বার্তা পোস্ট করলেন স্ত্রী টুইঙ্কল। ডিম্পল কন্যা সোশ্যাল মিডিয়ায় তাদের স্ক্র্যবল খেলার একটি অদেখা ছবি পোস্ট করেন। সঙ্গে স্বামী অক্ষয়ের জন্য চমকপ্রদ শুভেচ্ছাবার্তা থাকল মিসেস ফানি বোনসের পক্ষ থেকে।

টুইঙ্কল এদিন অক্ষয়ের একটা অজানা গুণের কথা ফাঁস করেন। জানান বর ‘স্ক্র্যাবল’ খেলায় ওস্তাদ। প্রাক্তন নায়িকা লেখেন, ‘বার্থ ডে বয় সব খেলায় জিতে যায়! হ্যাঁ, আমাকে ব্যাকগ্যামনে (এক ধরণের খেলা) হারায়। …. এরপর স্ক্র্যাবল খেলায় চারজন প্লেয়ারকে নিজের বিরুদ্ধে ট্যাগ করে আর নিশ্চিহ্ন করে দেয়! সবচেয়ে সেরা বিষয় হল, আজ একজন বন্ধু ওকে হালুয়া কেক পাঠিয়েছে ঠিক যেমনটা ওর মা বানাতো। শুভ জন্মদিন স্ক্র্যাবল মাস্টার’।

স্ত্রীর পোস্টের জবাবে অক্ষয় ‘ধন্যবাদ’ জানাতে ভোলেননি। পাশাপাশি ইনস্টাগ্রাম পোস্টে নিজের অনুরাগীদেরও ধন্যবাদ জানান অভিনেতা। একটি অনুপ্রেরণামূলক উক্তির প্রেক্ষাপটে পোজ দিয়ে ছবি দেন। সেখানে লেখা- ‘তুমি একটা জিনিস যা কোনো দিন রিসাইকেল করতে পারবে না তা হল সময়’। জীবনে সময়ের গুরুত্ব কতটা তা ভালোভাবে বোঝেন রাজীব ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠা মানুষটি।

ফ্যানেদের উদ্দেশে তিনি বলেন, ‘বছর শেষ হয়, সময় কেটে যায়… কিন্তু যেটা চিরকাল থেকে যায় তা হল সেই ভালোবাসা আর কৃতজ্ঞতা যেটা আমি প্রত্যেক জন্মদিনে অনুভব করি। তোমাদের সবাইকে এই ভালোবাসার জন্য ধন্যবাদ’।