ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

মাটি খুঁড়ে শিয়াল বের করল হাত, মিলল নিখোঁজ নারীর লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর নাছিমা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মাটি খুঁড়ে শিয়াল হাত বের করে ফেললে লাশটির সন্ধান পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার বীজগীরিপাড়া বন বিভাগের বাগান থেকে পুলিশ নারীর লাশ উদ্ধার করে।

নাছিমা বেগম উপজেলার মানিককুড়া গ্রামের আমির হোসেন মণ্ডলের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাছিমার সামান্য মানসিক সমস্যা ছিল। মাঝে মাঝে মানিককুড়া গ্রাম থেকে হেন্ডেলের মোডে নাছিমা চা খেতে যেতেন। নাছিমা ও আমির হোসেনের সংসারে চার সন্তান রয়েছে। আমির হোসেন পেশায় গ্রামপুলিশ। গত শনিবার বিকালে নাছিমা বাড়ি থেকে বের হন। পরে বাড়ি ফিরে না আসায় স্বামী-সন্তানরা বিভিন্ন জায়গায় তার খোঁজখবর করেন।

শনিবার রাতে বাড়ি ফিরে না আসায় রোববার থেকে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে নাছিমার খোঁজ করা হয়। স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে গত মঙ্গলবার আমির হোসেন নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার দিন অতিবাহিত হলেও নাছিমার কোনো সন্ধান না পেয়ে তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন।

প্রতিদিনের মতো আজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বন বিভাগের সমতলের কাঠবাগানে খুঁজতে থাকেন। এ সময় জঙ্গলের ঝোপে মাটিচাপা অবস্থায় একটি নারীর লাশ দেখতে পান। মাটি খুঁড়ে শিয়ালে লাশের হাত ও মাথার কিছু অংশ বের করে ফেলে। পরে লাশের হাতে থাকা চুরি ও পরনের কাপড় থেকে তার স্ত্রীর লাশ শনাক্ত করেন আমির।

খবর পেয়ে ঘটনাস্থলে নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীনসহ পুলিশ সদস্যরা উপস্থিত হন। দুপুরে সিআইডির ক্রাইমসিন ইউনিট ও র্যা ব-১৪ ও পিবিআই ঘটনাস্থলে গিয়েছেন। বিকালে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে নিহত নাছিমার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের হাত-পা বাঁধা ছিল এবং গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর পাঠানো হবে। ওই নারীকে কেউ মেরে লাশ গুম করতেই মাটিচাপা দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে নাছিমার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

মাটি খুঁড়ে শিয়াল বের করল হাত, মিলল নিখোঁজ নারীর লাশ

আপডেট সময় ১১:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর নাছিমা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মাটি খুঁড়ে শিয়াল হাত বের করে ফেললে লাশটির সন্ধান পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার বীজগীরিপাড়া বন বিভাগের বাগান থেকে পুলিশ নারীর লাশ উদ্ধার করে।

নাছিমা বেগম উপজেলার মানিককুড়া গ্রামের আমির হোসেন মণ্ডলের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাছিমার সামান্য মানসিক সমস্যা ছিল। মাঝে মাঝে মানিককুড়া গ্রাম থেকে হেন্ডেলের মোডে নাছিমা চা খেতে যেতেন। নাছিমা ও আমির হোসেনের সংসারে চার সন্তান রয়েছে। আমির হোসেন পেশায় গ্রামপুলিশ। গত শনিবার বিকালে নাছিমা বাড়ি থেকে বের হন। পরে বাড়ি ফিরে না আসায় স্বামী-সন্তানরা বিভিন্ন জায়গায় তার খোঁজখবর করেন।

শনিবার রাতে বাড়ি ফিরে না আসায় রোববার থেকে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে নাছিমার খোঁজ করা হয়। স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে গত মঙ্গলবার আমির হোসেন নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার দিন অতিবাহিত হলেও নাছিমার কোনো সন্ধান না পেয়ে তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন।

প্রতিদিনের মতো আজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বন বিভাগের সমতলের কাঠবাগানে খুঁজতে থাকেন। এ সময় জঙ্গলের ঝোপে মাটিচাপা অবস্থায় একটি নারীর লাশ দেখতে পান। মাটি খুঁড়ে শিয়ালে লাশের হাত ও মাথার কিছু অংশ বের করে ফেলে। পরে লাশের হাতে থাকা চুরি ও পরনের কাপড় থেকে তার স্ত্রীর লাশ শনাক্ত করেন আমির।

খবর পেয়ে ঘটনাস্থলে নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীনসহ পুলিশ সদস্যরা উপস্থিত হন। দুপুরে সিআইডির ক্রাইমসিন ইউনিট ও র্যা ব-১৪ ও পিবিআই ঘটনাস্থলে গিয়েছেন। বিকালে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে নিহত নাছিমার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের হাত-পা বাঁধা ছিল এবং গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর পাঠানো হবে। ওই নারীকে কেউ মেরে লাশ গুম করতেই মাটিচাপা দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে নাছিমার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।