ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের তাড়াশে সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল গোলবার হোসেন (৪৫) নামে এক কৃষকের। বুধবার (২০ জুলাই) সন্ধা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলবার হোসেন ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। ওই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে শাকিল আহমেদ (৩০)।

নিহতের ভাই আব্দুল মজিদ জানান, প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলে আল-আমিনের কাছ থেকে গোলবার হোসেন পাঁচ মণ ধান গত অগ্রহায়ণে ধার নেন। পরবর্তীতে সুদসহ ধানের টাকা ফেরত দিতে সময় চেয়ে নেন গোলবার। এরপর কিছুদিন আগে গোলবার পাঁচ মণ ধানের মূল্য বাবদ সাত হাজার টাকা পরিশোধ করেন।

কিন্ত সুদের টাকা দিতে না পারায় কোরবানির ঈদের দুই দিন আগে দেলোয়ারদের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে গত মঙ্গলবার (১৯ জুলাই) সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু দেলোয়ার ও তার ছেলে আল আমিন সালিশ অমান্য করে দলবল নিয়ে বুধবার সন্ধ্যায় গোলবার হোসেনের ছেলে শাকিলকে আড়ংগাইল বড় বাজারে মারধর করে। শাকিলের বাবা গোলবার ও চাচা মজিদ সেখানে গেলে তাদেরও মারধর করা হয়।

এ সময় তারা প্রাণ বাঁচাতে পাশের একটি দোকানে গেলে সেখানে গিয়েও গোলবার ও শাকিলকে বেধড়ক মারপিট করে দেলোয়ার ও তার ছেলের দলবল। গোলবারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দেলোয়ার তার দলবল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গোলবার ও তার ছেলেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম রাকিবুল হাসান জানান, এখানে আনার পর গোলবার হোসেনকে বগুড়ায় রেফার্ড করা হয় আর শাকিলকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ১১:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের তাড়াশে সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল গোলবার হোসেন (৪৫) নামে এক কৃষকের। বুধবার (২০ জুলাই) সন্ধা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলবার হোসেন ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। ওই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে শাকিল আহমেদ (৩০)।

নিহতের ভাই আব্দুল মজিদ জানান, প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলে আল-আমিনের কাছ থেকে গোলবার হোসেন পাঁচ মণ ধান গত অগ্রহায়ণে ধার নেন। পরবর্তীতে সুদসহ ধানের টাকা ফেরত দিতে সময় চেয়ে নেন গোলবার। এরপর কিছুদিন আগে গোলবার পাঁচ মণ ধানের মূল্য বাবদ সাত হাজার টাকা পরিশোধ করেন।

কিন্ত সুদের টাকা দিতে না পারায় কোরবানির ঈদের দুই দিন আগে দেলোয়ারদের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে গত মঙ্গলবার (১৯ জুলাই) সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু দেলোয়ার ও তার ছেলে আল আমিন সালিশ অমান্য করে দলবল নিয়ে বুধবার সন্ধ্যায় গোলবার হোসেনের ছেলে শাকিলকে আড়ংগাইল বড় বাজারে মারধর করে। শাকিলের বাবা গোলবার ও চাচা মজিদ সেখানে গেলে তাদেরও মারধর করা হয়।

এ সময় তারা প্রাণ বাঁচাতে পাশের একটি দোকানে গেলে সেখানে গিয়েও গোলবার ও শাকিলকে বেধড়ক মারপিট করে দেলোয়ার ও তার ছেলের দলবল। গোলবারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দেলোয়ার তার দলবল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গোলবার ও তার ছেলেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম রাকিবুল হাসান জানান, এখানে আনার পর গোলবার হোসেনকে বগুড়ায় রেফার্ড করা হয় আর শাকিলকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের হয়েছে।’