আকাশ স্পোর্টস ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে আশানুরুপ ফল পায়নি বাংলাদেশ দল। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। আসছে বছরে অনুষ্ঠিত হবে আরও একটি বিশ্বকাপ। সেখানে ভালো কিছু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন টাইগার দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
একাডেমি কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে এমন কথাই বলেন রিয়াদ। এ সময় তিনি বলেন ‘আগে যে জিনিসটা বলে আসছি, সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে।’
তিনি আরও বলেন, ‘কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো’- অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে এক প্রশ্নে এভাবেই উত্তর দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের খেলার প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হারার পর কোনোমতো সুপার টুয়েলভে উঠে বাংলাদেশ। এরপর সেরা বারোর লড়াইয়ে হেরেছে সবকটি ম্যাচেই। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতেই হেরেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
আকাশ নিউজ ডেস্ক 
























