আকাশ স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় নেতৃত্ব হারাতে পারেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দল থেকে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন।
এমন আশঙ্কাই করছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এক টুইট বার্তায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, আগের অভিজ্ঞতা থেকে এবারো বলে দেওয়া যায়, সামনে কী হবে। হয়তো কাউকে দল থেকে বাদ দেওয়া হবে। কারও ওপর অদৃশ্য রাগ ঝাড়া হবে, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নেতৃত্ব থেকে সরিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হবে। সমর্থকরা যে ক্রিকেটারকে পছন্দ করছে না তার ওপর ঝাল মিটিয়ে সমর্থকদের শান্ত করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























