আকাশ আইসিটি ডেস্ক :
দেশের সাড়ে ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে দ্রুত নিরাপত্তা দিতে পুলিশের জনপ্রিয় সেবা দানকারী কলসেন্টার ৯৯৯-কে সংযুক্তির দাবি জানিয়েছে গ্রাহক অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা যে কোনো সময় নাগরিক নিরাপত্তা বা কোনো বিপদগ্রস্ত হলে ৯৯৯-এ ফোন করে দ্রুত সেবা পেয়ে থাকি। কিন্তু মুক্ত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশের নাগরিকরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত হয়রানি ও সাইবার ঝুঁকিতে পতিত হচ্ছে।
এ থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়ার মতো সেবা পাওয়ার কোনো পদ্ধতি বা কল সেন্টার এখনো গড়ে ওঠেনি। তিনি আরও বলেন, প্রতিনিয়ত সময়ের চাহিদার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাইকোর্টের আদেশে ফ্রি ফায়ার পাবজি গেম বন্ধ ও স্কুল-কলেজ খোলার পর অনলাইনে ক্লাস কার্যক্রম অনেকাংশে কমে গেল ও এখনো ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার প্রায় আগের মতোই অর্থাৎ প্রায় ২৬৪৬ জিবিপিএস ব্যবহার হচ্ছে। এ থেকেই অনুমেয় ইন্টারনেট ছাড়া নাগরিক জীবন অচল।
আকাশ নিউজ ডেস্ক 

























