ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ, ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৪ যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন-উল্লাপাড়া থানার কাশিনাথপুর গ্রামের হোরমুজের ছেলে রাকিব (২৮), একই গ্রামের বদিউজ্জামান ওরফে মেজরের ছেলে মাসুদ (২১), সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ (২৩) ও কাশিনাথপুর গ্রামের মাজেদ (২৫)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ভুক্তভোগী স্কুলছাত্রী উল্লাপাড়া উপজেলার একটি স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করছে। মোবাইলে ফোনের মাধ্যমে মামলার তিন নম্বর আসামি ইমনের সাথে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। পরে মোবাইলের ইমোতে দুজনের কথোপকথনের সময় ইমন তার কিছু অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। চলতি বছরের ১৭ জুন ইমন কাশিনাথপুর গ্রামে মামলার চার নম্বর আসামি মাজেদের বাড়িতে আসে ওই স্কুলছাত্রীকে নিয়ে। সেখানে কথা বলার একপর্যায়ে দুজন মিলে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে।

পরে ২২ জুন ইমন অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ওই স্কুলছাত্রীর কাছে টাকা দাবি করে। উপায় না পেয়ে সে ৪০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়। পুনরায় ২৯ জুন টাকা দাবি করলে সে তার মায়ের গহনা বিক্রি করে আরো ৩০ হাজার টাকা পাঠিয়ে দেয়। পরে আবারো ৫০ হাজার টাকা দাবি করলে স্কুলছাত্রী দিতে রাজি হয়নি। এমন অবস্থায় ইমন ও মাজেদ ওই ভিডিও মামলার এক নম্বর ও দুই নম্বর আসামি রাকিব ও মাসুদের মোবাইলে দেয়। রাকিব ও মাসুদ অশ্লীল ভিডিওগুলো ওই মেয়েকে দেখায় এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি ও ব্ল্যাক মেইল করে তাকে গত ৬ জুলাই রাত ১০টায় দুজন মিলে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ফের ২৭ আগস্ট রাতে একই কায়দায় তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ওই শিক্ষার্থীর বাবার অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ, ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ

আপডেট সময় ১১:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৪ যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন-উল্লাপাড়া থানার কাশিনাথপুর গ্রামের হোরমুজের ছেলে রাকিব (২৮), একই গ্রামের বদিউজ্জামান ওরফে মেজরের ছেলে মাসুদ (২১), সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ (২৩) ও কাশিনাথপুর গ্রামের মাজেদ (২৫)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ভুক্তভোগী স্কুলছাত্রী উল্লাপাড়া উপজেলার একটি স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করছে। মোবাইলে ফোনের মাধ্যমে মামলার তিন নম্বর আসামি ইমনের সাথে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। পরে মোবাইলের ইমোতে দুজনের কথোপকথনের সময় ইমন তার কিছু অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। চলতি বছরের ১৭ জুন ইমন কাশিনাথপুর গ্রামে মামলার চার নম্বর আসামি মাজেদের বাড়িতে আসে ওই স্কুলছাত্রীকে নিয়ে। সেখানে কথা বলার একপর্যায়ে দুজন মিলে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে।

পরে ২২ জুন ইমন অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ওই স্কুলছাত্রীর কাছে টাকা দাবি করে। উপায় না পেয়ে সে ৪০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়। পুনরায় ২৯ জুন টাকা দাবি করলে সে তার মায়ের গহনা বিক্রি করে আরো ৩০ হাজার টাকা পাঠিয়ে দেয়। পরে আবারো ৫০ হাজার টাকা দাবি করলে স্কুলছাত্রী দিতে রাজি হয়নি। এমন অবস্থায় ইমন ও মাজেদ ওই ভিডিও মামলার এক নম্বর ও দুই নম্বর আসামি রাকিব ও মাসুদের মোবাইলে দেয়। রাকিব ও মাসুদ অশ্লীল ভিডিওগুলো ওই মেয়েকে দেখায় এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি ও ব্ল্যাক মেইল করে তাকে গত ৬ জুলাই রাত ১০টায় দুজন মিলে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ফের ২৭ আগস্ট রাতে একই কায়দায় তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ওই শিক্ষার্থীর বাবার অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা শেষে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।