ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

বিশ্বকাপে দল নিয়ে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পথচলা খুব একটা সুখকর নয়। সব মিলিয়ে ১০৭ আন্তর্জাতিক ম্যাচে ৩৮ জয়ের বিপরিতে টাইগারদের হার ৬৭ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে রেকর্ডের অবস্থা আরো নাজুক। ২৬ ম্যাচে ৬ জয়ের বিপরিতে হার ২০ ম্যাচ। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স পুঁজি করে বিশ্বকাপে ভালো করার আশায় বুক বাধছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন তাদের শক্তির জায়গা দলের অলরাউন্ডার এবং বোলিং ইউনিট। পাশাপাশি ব্যাটিংয়েও বাংলাদেশ দল বিশ্বকাপে খুব ভালো করবে বলে বিশ্বাস মাহমুদউল্লাহর।

টাইগাররা সবশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি আসরে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলেও হেরেছিল মূল আসরের সব ম্যাচ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও সবকয়টি জয় গ্রুপ পর্বের অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেই। তবে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে নিজের দলকে নিয়ে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের শক্তি অলরাউন্ডার ও বোলিং বিভাগ। এটা বলতে চাই, আমাদের ব্যাটিংও অনেক ভালো এবং আমরা ভালো ব্যালান্সে আছি। আমাদের পাঁচ বা ছয়জন অলরাউন্ডার আছে যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারে। আমাদের পেস বোলাররা বতর্মানে অবিশ্বাস্য ফর্মে আছেন। আমাদের স্পিনাররাও আমাদের দলের শক্তি। যদি তারা কয়েক ম্যাচে ঠিকঠাক কাজ করতে পারে আশা রাখি আমরা কিছু ভাল ফল পাব।’

‘এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) সব দলের জন্য খুব গুরুপ্তপূর্ণ আসর, বিশেষ করে আমাদের দলের জন্য। আমরা বিশ্বকাপের আগে বেশ কিছু সিরিজ খেলছি এবং আমরা যদি সেখানে ভালো করতে পারি তাহলে আমরা আরো আত্মবিশ্বাসী হতে পারব। আমরা চেষ্টা করব বিশ্বকাপ শুরুর আগে সিরিজ গুলো জিততে, যেটা আমাদের দলকে অনেক বেশি উত্সাহ প্রদান করবে।’

মাহমুদউল্লাহ আরো বলেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা অলরাউন্ডার ও মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড় সাকিব আল হাসান রয়েছেন। মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানও খুব গুরুপ্তপূর্ণ। অন্যান্যদের ভিতরে আফিফ, শামীম এবং সোহানরা সত্যিই নিজেদের এবং দলের জন্য ভাল করতে আগ্রহী। এমন তরুণদের নিয়ে আমাদের ভালো কিছুর সন্ধান দেবে।’

আইসিসি আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। উদ্ধোধনী দিনেই গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। পরে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে টাইগাররা। বাংলাদেশ প্রত্যাশিত গ্রুপ সেরা হলে তাদের লড়তে হবে সুপার ইলেভেনের গ্রুপ ‘টু’ তে থাকা পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দল নিয়ে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৮:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পথচলা খুব একটা সুখকর নয়। সব মিলিয়ে ১০৭ আন্তর্জাতিক ম্যাচে ৩৮ জয়ের বিপরিতে টাইগারদের হার ৬৭ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে রেকর্ডের অবস্থা আরো নাজুক। ২৬ ম্যাচে ৬ জয়ের বিপরিতে হার ২০ ম্যাচ। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স পুঁজি করে বিশ্বকাপে ভালো করার আশায় বুক বাধছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন তাদের শক্তির জায়গা দলের অলরাউন্ডার এবং বোলিং ইউনিট। পাশাপাশি ব্যাটিংয়েও বাংলাদেশ দল বিশ্বকাপে খুব ভালো করবে বলে বিশ্বাস মাহমুদউল্লাহর।

টাইগাররা সবশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি আসরে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলেও হেরেছিল মূল আসরের সব ম্যাচ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও সবকয়টি জয় গ্রুপ পর্বের অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেই। তবে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে নিজের দলকে নিয়ে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের শক্তি অলরাউন্ডার ও বোলিং বিভাগ। এটা বলতে চাই, আমাদের ব্যাটিংও অনেক ভালো এবং আমরা ভালো ব্যালান্সে আছি। আমাদের পাঁচ বা ছয়জন অলরাউন্ডার আছে যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারে। আমাদের পেস বোলাররা বতর্মানে অবিশ্বাস্য ফর্মে আছেন। আমাদের স্পিনাররাও আমাদের দলের শক্তি। যদি তারা কয়েক ম্যাচে ঠিকঠাক কাজ করতে পারে আশা রাখি আমরা কিছু ভাল ফল পাব।’

‘এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) সব দলের জন্য খুব গুরুপ্তপূর্ণ আসর, বিশেষ করে আমাদের দলের জন্য। আমরা বিশ্বকাপের আগে বেশ কিছু সিরিজ খেলছি এবং আমরা যদি সেখানে ভালো করতে পারি তাহলে আমরা আরো আত্মবিশ্বাসী হতে পারব। আমরা চেষ্টা করব বিশ্বকাপ শুরুর আগে সিরিজ গুলো জিততে, যেটা আমাদের দলকে অনেক বেশি উত্সাহ প্রদান করবে।’

মাহমুদউল্লাহ আরো বলেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা অলরাউন্ডার ও মোস্ট ভেল্যুয়েবল খেলোয়াড় সাকিব আল হাসান রয়েছেন। মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানও খুব গুরুপ্তপূর্ণ। অন্যান্যদের ভিতরে আফিফ, শামীম এবং সোহানরা সত্যিই নিজেদের এবং দলের জন্য ভাল করতে আগ্রহী। এমন তরুণদের নিয়ে আমাদের ভালো কিছুর সন্ধান দেবে।’

আইসিসি আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। উদ্ধোধনী দিনেই গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। পরে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে টাইগাররা। বাংলাদেশ প্রত্যাশিত গ্রুপ সেরা হলে তাদের লড়তে হবে সুপার ইলেভেনের গ্রুপ ‘টু’ তে থাকা পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে।