ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সম্পত্তির লোভে নানাকে পিটিয়ে হত্যা!

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. নুরু মিয়া (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতির (ভাগ্নির ছেলে) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১টার দিকে কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায়। নিহত নুরু মিয়া কামারকোনা মহল্লার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

নিহত নুরু মিয়ার ছোট মেয়ে ও কটিয়াদী ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার আনারকলি বলেন, আমাদের বাড়িতে একটি ঘর নির্মাণের কাজ চলছিল। আজ দুপুরে আমার ফুফাতো বোনের ছেলে দেলোয়ার হোসেন ২০-২৫ জন লোক নিয়ে এসে নির্মাণ কাজে বাধা দিয়ে রাজমিস্ত্রির যন্ত্রপাতি আটকে রেখে দেয়াল ভাংচুর করতে থাকে। এ সময় আমার বাবা ঘর থেকে বেরিয়ে আসামাত্রই তাকে পিটিয়ে আহত করে।

তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নেই। গত তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমার মা জুলেখা বেগম মারা যান। আজ আমার বাবাকে তারা মেরে ফেলেছে।

তিনি বলেন, আমাদের ফুফাতো বোন নুরুন্নাহার, তার স্বামী শান্ত মিয়া ও তাদের ছেলে জহিরুল ইসলাম বেশকিছু দিন ধরে আমার বাবার সঙ্গে জমিজমা নিয়ে ঝগড়া-বিবাদ করে আসছিল। আমার কোনো ভাই না থাকায় সবসময় আমাদের ওপর অত্যাচার করত। আমি পিতৃহত্যার বিচার চাই।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, আহত নুরু মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে মৃত পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, বিজিবি সদস্য নুরু মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঝগড়া-বিবাদের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি অধিকতর নিশ্চিতের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সম্পত্তির লোভে নানাকে পিটিয়ে হত্যা!

আপডেট সময় ০৯:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. নুরু মিয়া (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতির (ভাগ্নির ছেলে) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১টার দিকে কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায়। নিহত নুরু মিয়া কামারকোনা মহল্লার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

নিহত নুরু মিয়ার ছোট মেয়ে ও কটিয়াদী ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার আনারকলি বলেন, আমাদের বাড়িতে একটি ঘর নির্মাণের কাজ চলছিল। আজ দুপুরে আমার ফুফাতো বোনের ছেলে দেলোয়ার হোসেন ২০-২৫ জন লোক নিয়ে এসে নির্মাণ কাজে বাধা দিয়ে রাজমিস্ত্রির যন্ত্রপাতি আটকে রেখে দেয়াল ভাংচুর করতে থাকে। এ সময় আমার বাবা ঘর থেকে বেরিয়ে আসামাত্রই তাকে পিটিয়ে আহত করে।

তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। আমরা তিন বোন, আমাদের কোনো ভাই নেই। গত তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমার মা জুলেখা বেগম মারা যান। আজ আমার বাবাকে তারা মেরে ফেলেছে।

তিনি বলেন, আমাদের ফুফাতো বোন নুরুন্নাহার, তার স্বামী শান্ত মিয়া ও তাদের ছেলে জহিরুল ইসলাম বেশকিছু দিন ধরে আমার বাবার সঙ্গে জমিজমা নিয়ে ঝগড়া-বিবাদ করে আসছিল। আমার কোনো ভাই না থাকায় সবসময় আমাদের ওপর অত্যাচার করত। আমি পিতৃহত্যার বিচার চাই।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, আহত নুরু মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে মৃত পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, বিজিবি সদস্য নুরু মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঝগড়া-বিবাদের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি অধিকতর নিশ্চিতের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।