অাকাশ জাতীয় ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রপের বিগ্রেড আদ-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেফতার করা হয়।
কমান্ডার মুফতি আরো বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























