আকাশ স্পোর্টস ডেস্ক:
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি। তবে তাদের মিশনটা ছিল দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলের বড় হার দিয়ে মিশন ছিল হতাশার। তবে পরের দুটি ম্যাচে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স প্রতিপক্ষের সমীহও আদায় করে নিতে সক্ষম হয়েছে। সেই দুর্দান্ত মিশন শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরছে কিশোরী দল।
দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে বাংলাদেশের কিশোরীরা হারে ৩-০ গোলে। তবে শেষ দিনে অস্ট্রেলিয়াকে তো কাঁপিয়েই দিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। খেলায় এক পর্যায়ে এগিয়েও গিয়েছিল কৃষ্ণা-মনিকা-শামসুন্নাহাররা। শেষ দিকে অস্ট্রেলিয়া সেই ব্যবধান ভেঙে ৩-২ গোলে জিতেছে। তাই এশিয়ার শক্তিশালী তিনটি দলের বিপক্ষে ধারাবাহিক উন্নতি বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন একটা দিগন্তের উন্মোচন করবে।
রবিবার শেষ ম্যাচের পর তাই সন্তোষ প্রকাশ করলেন কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে মেয়েরা যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্দান্ত পারফর্ম করেছে। তবে শেষ ১৫ মিনিটে কিছু ভুলে কারণে আমরা হেরেছি। তার ওপর আমরা ১০ জন নিয়ে খেলেছি। তবে এই টুর্নামেন্টে মেয়েদের ধারাবাহিক উন্নতি করেছে।’
আকাশ নিউজ ডেস্ক 
























