ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

মেসির কোচ হওয়াটা হবে অসাধারণ: পচেত্তিনো

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পিএসজির কোচ হওয়ার পর লিওনেল মেসিকে দলের টানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। কেননা চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের চুক্তি শেষ হবে।

অন্যদিকে পচেত্তিনো নিজেও একজন আর্জেন্টাইন। আর ফুটবল বিশেষজ্ঞদের মতে স্বদেশির অধীনে খেলা এবং পুরনো সতীর্থ ও বন্ধু নেইমারের সঙ্গে ফের মাঠে নামতে পারেন মেসি।

আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো জানান, দলের উন্নতিতে মেসির মতো ফুটবলার প্রয়োজন।

পচেত্তিনো বলেন, ‘দলের উন্নতির পরিকল্পনা রয়েছে। যদি মেসির কোচ হওয়ার সুযোগ আসে, তবে সেটা হবে দারুণ। যদিও নাও হয়, কোনো সমস্যা নেই। ’

এদিকে মেসি ও পচেত্তিনোর মাঝে একটি মিল রয়েছে। দুজনেরই শৈশবের ক্লাব ছিল আর্জেন্টাইন নিউওয়েলস ওল্ড বয়েজ।

তিনি আরও বলেন, ‘মেসি এবং আমি নিউওয়েলসের স্মৃতি নিয়ে আলোচনা করি। আমরা দুজনেই সেই দলের জার্সি পরেছিলাম। এখানে আমাদের মাঝে মিল রয়েছে। আপনি জানেন না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবং কোথায় আমরা মিলিত হবো। ’

মেসি পিএসজিতে আসলে শুধু যে স্বদেশি পচেত্তিনোর সঙ্গেই সাক্ষাৎ হবে এমনটি নয়, এই দলে তার জাতীয় দল সতীর্থ আনহেল দি মারিয়া ও লিওনার্দো পারেদেসর মতো তারকারা খেলেন। এছাড়া নেইমার ও এ সময়ের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপ্পে তো রয়েছেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

মেসির কোচ হওয়াটা হবে অসাধারণ: পচেত্তিনো

আপডেট সময় ০৬:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পিএসজির কোচ হওয়ার পর লিওনেল মেসিকে দলের টানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। কেননা চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের চুক্তি শেষ হবে।

অন্যদিকে পচেত্তিনো নিজেও একজন আর্জেন্টাইন। আর ফুটবল বিশেষজ্ঞদের মতে স্বদেশির অধীনে খেলা এবং পুরনো সতীর্থ ও বন্ধু নেইমারের সঙ্গে ফের মাঠে নামতে পারেন মেসি।

আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো জানান, দলের উন্নতিতে মেসির মতো ফুটবলার প্রয়োজন।

পচেত্তিনো বলেন, ‘দলের উন্নতির পরিকল্পনা রয়েছে। যদি মেসির কোচ হওয়ার সুযোগ আসে, তবে সেটা হবে দারুণ। যদিও নাও হয়, কোনো সমস্যা নেই। ’

এদিকে মেসি ও পচেত্তিনোর মাঝে একটি মিল রয়েছে। দুজনেরই শৈশবের ক্লাব ছিল আর্জেন্টাইন নিউওয়েলস ওল্ড বয়েজ।

তিনি আরও বলেন, ‘মেসি এবং আমি নিউওয়েলসের স্মৃতি নিয়ে আলোচনা করি। আমরা দুজনেই সেই দলের জার্সি পরেছিলাম। এখানে আমাদের মাঝে মিল রয়েছে। আপনি জানেন না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবং কোথায় আমরা মিলিত হবো। ’

মেসি পিএসজিতে আসলে শুধু যে স্বদেশি পচেত্তিনোর সঙ্গেই সাক্ষাৎ হবে এমনটি নয়, এই দলে তার জাতীয় দল সতীর্থ আনহেল দি মারিয়া ও লিওনার্দো পারেদেসর মতো তারকারা খেলেন। এছাড়া নেইমার ও এ সময়ের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপ্পে তো রয়েছেই।