আকাশ জাতীয় ডেস্ক:
ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেন মা। পরে তার লাশ সৎকারে বাধা প্রদান করে ছেলে। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছয়সূতী গ্রামের চন্দন কুমার দাসের স্ত্রী উমা রানী দাস তার ছেলে উদয় চন্দ্র দাসের নির্যাতন সইতে না পেরে গত শনিবার বিষপান করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। পরদিন মঙ্গলবার বাজিতপুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
বুধবার লাশের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। সনাতন ধর্মানুসারে যখন লাশ সৎকারের প্রস্তুতি নেয়া হয় তখন বাধা দেয় ছেলে উদয়সহ তার লোকজন।
উমা রানীর মৃত্যুর ঘটনায় থানায় বা আদালতে মামলা না করার শর্তে বন্ড সই দিলে লাশের সৎকার করতে পারবে বলে দাবি করে ছেলে উদয়। বন্ড সই না করলে লাশ সৎকার করতে দেওয়া হবে না বলেও জানায় সে।
এ ঘটনায় মৃতের অপর ছেলে সৌরভ দাস এবং তার বাবা কুলিয়ারচর থানা পুলিশকে জানিয়ে সহায়তা চান। পুলিশ এলে পালিয়ে যায় উদয় দাস ও তার লোকজন। পরে নিহতের স্বামী চন্দন কুমার দাস থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ বলেন, নিহতের স্বামী ও ছেলেকে রাতে বাড়ি থেকে থানায় এনে স্বামীকে মামলার বাদী করে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























