অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি কালে আন্তঃ জেলা ডাকাত দলের তিন সদস্যকে জনতা আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার চকসিং নয়াকান্দি টালিথা কুমী চার্চ মিশনে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, ৬/৭ জনের ডাকাত দল বুধবার গভীর রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের চকসিং নয়াকান্দি টালিথা কুমী চার্চ মিশনের ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করার সময় পার্শ্ববর্তী লোকজন টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসি এগিয়ে এসে ধাওয়া করে তিন ডাকাত উপজেলার ননীক্ষীর গ্রামের মৃতঃ সোনা মিয়া শেখের ছেলে পান্নু শেখ (৪৮), গনিয়ারী গ্রামের মৃতঃ কমল শেখের ছেলে মোক্তার হোসেন শেখ (৪৮), শ্রীযুতপুর গ্রামের আক্কাস শেখের ছেলে মনির শেখকে (৪৮) ধরে গনধোলাই দিয়ে বৃহস্পতিবার সকালে পুলিশে সোপর্দ করেছে।
এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয় । মুকসুদপুর থানার জলিরপাড় পুলিশ ক্যাম্পর ইনচার্জ এসআই মোঃ আব্দুস সালাম জানায়, আটককৃত ডাকাত সদস্যদের চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
সুশান্ত সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 

























