আকাশ আইসিটি ডেস্ক :
সূর্যের চেয়ে ছয়গুণ বেশি তাপ দিতে সক্ষম এমন সূর্য উদ্ভাবন করেছে দক্ষিণ কোরিয়া। পারমানবিক শক্তিধর দেশটি যে সূর্য উদ্ভাবনের দাবি করছে তা আসলে সূর্য নয়। এটি একটি পারমানবিক চুল্লি। এই চুল্লিতে কৃত্রিম সূর্যের শক্তির পরীক্ষা করা হয়। যা বিশ্বে প্রথম। এই পরীক্ষার মাধ্যমে দক্ষিণ কোরিয়া রেকর্ড গড়ল।
কোরিয়ার সুপারকন্ডাক্টিং টোকামাক অ্যাডভান্সড রিসার্স (কেএসটিএআর) সেন্টার এই সূর্য উদ্ভাবন করেছে।
সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কোরিয়ায় একটি পারমাণবিক চুল্লি সূর্যের চেয়ে ছয়গুণ বেশি তাপমাত্রায় পৌঁছাতে পেরেছে। সেই কারণেই চুল্লিটিকে বলা হল দক্ষিণ কোরিয়ার ‘কৃত্রিম সূর্য’।
চুল্লিটি এবার নতুন রেকর্ড গড়ল। এটি ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাল এবং তা ২০ সেকেন্ডের বেশি সময় ধরে রাখতে পারল। এর আগে বিশ্বের আর কোনও চুল্লি এই মাত্রার তাপমাত্রা এত লম্বা সময় ধরে রাখতে পারেনি।
মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, সূর্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন রকম। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা ৫ হাজার ৬০০ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আকাশ নিউজ ডেস্ক 
























