আকাশ জাতীয় ডেস্ক:
বরিশালে দ্বাদশ দিনের মতো ধর্মঘট পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। ধর্মঘটের ফলে মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে।
বিভিন্ন দাবিতে সোমবার দ্বাদশ দিনের মতো সকালে বরিশাল সদর উপজেলার ৬৪ জন স্বাস্থ্য সহকারী নগরীর ব্রাউন কম্পাউন্ড স্বাস্থ্য মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনকারী বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান কাবুল।
আকাশ নিউজ ডেস্ক 

























