ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ইংলিশ ক্রিকেটার পিটারসেনকে আটক

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে জাতীয় দলের ক্যারিয়ার শেষ হয়েছে অল্প সময়ে। ঘরোয়া লিগগুলোয় খেললেও বর্তমান তার সময় কাটছে আমোদপ্রমোদেই। তবে এবার সেই আমোদপ্রমোদই কাল হয়ে দাঁড়িয়েছে তারকা ক্রিকেটারের জন্য।

পিটারসেন এখন অবস্থান করছেন সুইজারল্যান্ডে। সেখানেই অবসর সময় কাটানোর জন্য গলফ খেলছিলেন। তবে অপরাধটা বিখ্যাত ক্রিকেটার গলফ খেলে করেননি, করেছেন গলফের বল বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তার জায়গায় ঢুকিয়ে দিয়ে!

গায়ের জোরে জীবনে অনেক বল সীমানা ছাড়া করেছেন। তবে এবার গলফ খেলতে গিয়ে পিটারসেনের জোরালো শট বলকে আছড়ে ফেলে জেনেভা বিমানবন্দরে। আকস্মিক ঘটে গেলেও গুরুতর এমন অপরাধে ছাড়া পাননি বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেয়া এই ক্রিকেটার। তাকে আটক করে জেলহাজতে নিয়ে যাওয়া হয়েছে।

এই কথা পিটারসেন জানিয়েছেন নিজেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বদ্ধ একটি রুমে আটক অবস্থায় আছেন এই তারকা। ছবির সাথে লিখেছেন, ‘জেনেভা বিমানবন্দরের একটি কক্ষে আটকে আছি আজ। এটা মোটেই কৌতুক নয়। বেপরোয়া গফল সুইংয়ের কারণে সাময়িক এই বন্দীদশা।’

২০১৩ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতার পর পিটারসেনের জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করেন দলটির নির্বাচকরা। অবশ্য দক্ষিণ আফ্রিকার নাগরিক পিটারসেন এখন চেষ্টা করছেন প্রোটিয়াদের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইংলিশ ক্রিকেটার পিটারসেনকে আটক

আপডেট সময় ০৬:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে জাতীয় দলের ক্যারিয়ার শেষ হয়েছে অল্প সময়ে। ঘরোয়া লিগগুলোয় খেললেও বর্তমান তার সময় কাটছে আমোদপ্রমোদেই। তবে এবার সেই আমোদপ্রমোদই কাল হয়ে দাঁড়িয়েছে তারকা ক্রিকেটারের জন্য।

পিটারসেন এখন অবস্থান করছেন সুইজারল্যান্ডে। সেখানেই অবসর সময় কাটানোর জন্য গলফ খেলছিলেন। তবে অপরাধটা বিখ্যাত ক্রিকেটার গলফ খেলে করেননি, করেছেন গলফের বল বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তার জায়গায় ঢুকিয়ে দিয়ে!

গায়ের জোরে জীবনে অনেক বল সীমানা ছাড়া করেছেন। তবে এবার গলফ খেলতে গিয়ে পিটারসেনের জোরালো শট বলকে আছড়ে ফেলে জেনেভা বিমানবন্দরে। আকস্মিক ঘটে গেলেও গুরুতর এমন অপরাধে ছাড়া পাননি বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেয়া এই ক্রিকেটার। তাকে আটক করে জেলহাজতে নিয়ে যাওয়া হয়েছে।

এই কথা পিটারসেন জানিয়েছেন নিজেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বদ্ধ একটি রুমে আটক অবস্থায় আছেন এই তারকা। ছবির সাথে লিখেছেন, ‘জেনেভা বিমানবন্দরের একটি কক্ষে আটকে আছি আজ। এটা মোটেই কৌতুক নয়। বেপরোয়া গফল সুইংয়ের কারণে সাময়িক এই বন্দীদশা।’

২০১৩ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতার পর পিটারসেনের জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করেন দলটির নির্বাচকরা। অবশ্য দক্ষিণ আফ্রিকার নাগরিক পিটারসেন এখন চেষ্টা করছেন প্রোটিয়াদের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার।