ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

মিরপুরের জঙ্গি আস্তানার অভিযান আজ শেষ হতে পারে

অাকাশ জাতীয় ডেস্ক:

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, আজ সকাল পৌনে ৯টার দিকে ফের অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ভবনে প্রবেশ করে তল্লাশি শুরু করেন।

ভবনের একটি ফ্ল্যাটের তল্লাশি অভিযান বাকি ছিল, সেখানেই আজকে অভিযান শুরু হয়েছে। সেখানে প্রচুর ক্যাচিং ও কার্টন পাওয়া গেছে। এ ছাড়া বোমার তৈরির প্রচুর বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা বলেন, আজকে সকালে পঞ্চম তলায় আংশিক কাজ করে পরে ষষ্ঠ তলায় কাজ শুরু হয়েছে। আশা করছি, আজকের মধ্যেই হয়তো অভিযান শেষ করে অনা যাবে। ওপরতলার কাজ শেষে করেই ধীরে ধীরে নিচে নামা হবে।

এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন, ‘ভবনটি বিস্ফোরকমুক্ত করাই আমাদের লক্ষ্য। তবে অভিযান শেষ হলেই বাসিন্দাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। বোমা বিস্ফোরণের কারণে ভবনের ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে ভবনটি পরীক্ষা করানো হবে। তাদের অনুমতি সাপেক্ষে বাসিন্দারা সেখানে বসবাস করতে পারবেন।

ভবনে অনেকগুলো ফ্রিজ পাওয়া গেছে। সেগুলোও একেটা ধীরে ধীরে খুলে পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান র‍্যাব পরিচালক।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার মসন্দি এলাকার একটি বাড়ি থেকে গত সোমবার রাতে জঙ্গি সন্দেহে দুই ভাইকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ‘ফলোআপ’ হিসেবে মিরপুরে ‘কমলপ্রভা’ নামের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। বাড়িটির মালিক টিঅ্যান্ডটির কর্মকর্তা মোহাম্মদ আজাদ।

গত মঙ্গলবার দিনভর আবদুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। দুপুরে ‘জঙ্গি’ আবদুল্লাহর বোন মেহেরুন্নেসা বাড়ি থেকে বেরিয়ে এসে র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। এ সময় ওই বাড়ির ২৩টি ফ্ল্যাট থেকে ৬৫ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। ‘জঙ্গি’ আবদুল্লাহ আত্মসমর্পণে রাজিও হন।

পরে রাতে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, জঙ্গিরা আত্মসমর্পণ না করে নিজেরাই ওই ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে চার র‍্যাব সদস্য আহত হন। বুধবার বিকেলে বাড়িটি থেকে সাতটি কঙ্কাল উদ্ধারের কথা জানায় র‍্যাব। এ ঘটনায় ভবনটির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরের জঙ্গি আস্তানার অভিযান আজ শেষ হতে পারে

আপডেট সময় ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, আজ সকাল পৌনে ৯টার দিকে ফের অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ভবনে প্রবেশ করে তল্লাশি শুরু করেন।

ভবনের একটি ফ্ল্যাটের তল্লাশি অভিযান বাকি ছিল, সেখানেই আজকে অভিযান শুরু হয়েছে। সেখানে প্রচুর ক্যাচিং ও কার্টন পাওয়া গেছে। এ ছাড়া বোমার তৈরির প্রচুর বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা বলেন, আজকে সকালে পঞ্চম তলায় আংশিক কাজ করে পরে ষষ্ঠ তলায় কাজ শুরু হয়েছে। আশা করছি, আজকের মধ্যেই হয়তো অভিযান শেষ করে অনা যাবে। ওপরতলার কাজ শেষে করেই ধীরে ধীরে নিচে নামা হবে।

এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ বলেন, ‘ভবনটি বিস্ফোরকমুক্ত করাই আমাদের লক্ষ্য। তবে অভিযান শেষ হলেই বাসিন্দাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। বোমা বিস্ফোরণের কারণে ভবনের ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে ভবনটি পরীক্ষা করানো হবে। তাদের অনুমতি সাপেক্ষে বাসিন্দারা সেখানে বসবাস করতে পারবেন।

ভবনে অনেকগুলো ফ্রিজ পাওয়া গেছে। সেগুলোও একেটা ধীরে ধীরে খুলে পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান র‍্যাব পরিচালক।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার মসন্দি এলাকার একটি বাড়ি থেকে গত সোমবার রাতে জঙ্গি সন্দেহে দুই ভাইকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ‘ফলোআপ’ হিসেবে মিরপুরে ‘কমলপ্রভা’ নামের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। বাড়িটির মালিক টিঅ্যান্ডটির কর্মকর্তা মোহাম্মদ আজাদ।

গত মঙ্গলবার দিনভর আবদুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। দুপুরে ‘জঙ্গি’ আবদুল্লাহর বোন মেহেরুন্নেসা বাড়ি থেকে বেরিয়ে এসে র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। এ সময় ওই বাড়ির ২৩টি ফ্ল্যাট থেকে ৬৫ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। ‘জঙ্গি’ আবদুল্লাহ আত্মসমর্পণে রাজিও হন।

পরে রাতে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, জঙ্গিরা আত্মসমর্পণ না করে নিজেরাই ওই ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে চার র‍্যাব সদস্য আহত হন। বুধবার বিকেলে বাড়িটি থেকে সাতটি কঙ্কাল উদ্ধারের কথা জানায় র‍্যাব। এ ঘটনায় ভবনটির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।