আকাশ জাতীয় ডেস্ক:
‘আমার যত্ন আমার স্বস্তি: নিরাপদ জন্মের সঙ্গে সঙ্গে নিরাপদ মৃত্যুকে নিশ্চিত করা সময়ের দাবি’— এই স্লোগানে বিশ্ব প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২০ পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসন বিভাগ।
শনিবার (১০ আক্টোবর) বিএসএমএমইউ’র প্যালিয়েটিভ মেডিসন বিভাগের উদ্যোগে ডা. মিল্টন হলে ‘কোভিড ১৯ মহামারিতে প্যালিয়েটিভ কেয়ার বাংলাদেশ গাইডলাইন’ বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম প্রমুখ।
এ সময় প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























