ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

মাশরাফির জন্মদিনে মুশফিক-তামিমদের শুভেচ্ছা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মাশরাফি বিন মুর্তজার ৩৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালসহ তারকা ক্রিকেটাররা।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলেজন্মগ্রহণ করেন মাশরাফি। সোমবার ছিল তার৩৮তম জন্মদিন। জাতীয় দলের সাবেক এ সফল অধিনায়কের জন্মদিনেতার সতীর্থ, সাবেক তারকা ক্রিকেটার, কোচ, সংগঠক, ক্রীড়া সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

মাশরাফির সম্মানে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই টুইট বার্তায় মাশরাফির ছবি পোস্ট করে ক্যাপশনে আইসিসি তুলে ধরেছে-বাংলাদেশি অধিনায়ক হিসেবে মাশরাফির সবচেয়ে বেশি ১১৭ ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯ উইকেট। ওয়ানডে সেরা বোলিং ৬/২৬।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন- শুভ জন্মদিন আমার প্রিয় ভাই। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন।

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ মাশরাফির সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসুবকে লিখেছেন- আমার প্রিয় একজন মানুষ, ভাই এবং একজন নেতাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! সব অনুপ্রেরণার জন্য মাশরাফি ভাইকে ধন্যবাদ।

জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস লিখেছেন- শুভ জন্মদিন ক্যাপ্টেন।

২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির।

একাধিকবার ইনজুরির পর মাঠের বাইরে চলে যাওয়ার পর আবার দারুণভাবে কামব্যাক করে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন মাশরাফি। ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৩৬টি টেস্ট, ২২০টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে শিকার করেন ৩৯০ উইকেট। আর ব্যাট হাতে চারটি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ২ হাজার ৯৬১ রান।

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও সফল মাশরাফি বিন মুর্তজা। দেশের হয়ে সর্বোচ্চ ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি। তার অধিনায়কত্বে সবেচেয়ে বেশি ৫০ ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। তার অধিনায়কত্বে টি-টোয়েন্টির ২৮ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পায় বাংলাদেশ। একমাত্র টেস্টে নেতৃত্ব দিয়ে জয় উপহার দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাশরাফির জন্মদিনে মুশফিক-তামিমদের শুভেচ্ছা

আপডেট সময় ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মাশরাফি বিন মুর্তজার ৩৮তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালসহ তারকা ক্রিকেটাররা।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলেজন্মগ্রহণ করেন মাশরাফি। সোমবার ছিল তার৩৮তম জন্মদিন। জাতীয় দলের সাবেক এ সফল অধিনায়কের জন্মদিনেতার সতীর্থ, সাবেক তারকা ক্রিকেটার, কোচ, সংগঠক, ক্রীড়া সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

মাশরাফির সম্মানে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই টুইট বার্তায় মাশরাফির ছবি পোস্ট করে ক্যাপশনে আইসিসি তুলে ধরেছে-বাংলাদেশি অধিনায়ক হিসেবে মাশরাফির সবচেয়ে বেশি ১১৭ ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯ উইকেট। ওয়ানডে সেরা বোলিং ৬/২৬।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন- শুভ জন্মদিন আমার প্রিয় ভাই। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন।

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ মাশরাফির সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসুবকে লিখেছেন- আমার প্রিয় একজন মানুষ, ভাই এবং একজন নেতাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! সব অনুপ্রেরণার জন্য মাশরাফি ভাইকে ধন্যবাদ।

জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস লিখেছেন- শুভ জন্মদিন ক্যাপ্টেন।

২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির।

একাধিকবার ইনজুরির পর মাঠের বাইরে চলে যাওয়ার পর আবার দারুণভাবে কামব্যাক করে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন মাশরাফি। ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৩৬টি টেস্ট, ২২০টি ওয়ানডে আর ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বল হাতে শিকার করেন ৩৯০ উইকেট। আর ব্যাট হাতে চারটি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ২ হাজার ৯৬১ রান।

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও সফল মাশরাফি বিন মুর্তজা। দেশের হয়ে সর্বোচ্চ ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি। তার অধিনায়কত্বে সবেচেয়ে বেশি ৫০ ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। তার অধিনায়কত্বে টি-টোয়েন্টির ২৮ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পায় বাংলাদেশ। একমাত্র টেস্টে নেতৃত্ব দিয়ে জয় উপহার দেন তিনি।