আকাশ স্পোর্টস ডেস্ক:
পিএসজিকে ছাড়াই গত সপ্তাহে শুরু হয় ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম। কেননা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠায় প্যারিসের দলটি থাকতে পারেনি।
তবে এবার টমাস টুখেলে দলের অনুরোধে লিগ ওয়ানে তাদের প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে। ফলে ২০২০-২১ ফরাসি ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে ফুটবলারদের প্রস্তুতির জন্য বাড়তি ১২ দিন সময় পাচ্ছে দলটি।
অথচ বায়ার্ন মিউনিখের কাছে ফাইনাল হারের মাত্র ছয় দিন পরই লঁসের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল পিএসজির। তবে পিছিয়ে যাওয়া প্রসঙ্গে লিগ ওয়ান কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ম্যাচটি আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে করোনা ভাইরাসের কারণে স্থগিত হলেও ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিই পরে ২০১৯-২০ মৌসুম শেষ করে। শুধুমাত্র লিগ ওয়ান পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা নেইমারদের চ্যাম্পিয়ন ঘোষণা করে।
আকাশ নিউজ ডেস্ক 

























