অাকাশ জাতীয় ডেস্ক:
সৌদি আরবে হজ পালন করতে এসে এক নারীসহ আরও ৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয় বলে মক্কা হজ মিশন জানিয়েছে।
এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৪৯ জন বাংলাদেশির মৃত্যু হল। যার মধ্যে পুরুষ ৪৫ জন এবং বাকি ৪ জন নারী। ৪৯ বাংলাদেশির মধ্যে মক্কায় ৪০ জন, মদিনায় ৭ জন ও মিনায় ২ জন মারা যান।
বৃহস্পতিবার ও শুক্রবার নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জের মো. খলিলুর রহমান (৭১), চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা গ্রামের আহমদ হোসাইন (৭৩), ঠাকুরগাঁও জেলার বালিয়া ডানগা উপজেলার পলাশবাড়ীর মো. আফাজ উদ্দিন (৬৫), ময়মন সিং জেলার কতোয়ালী উপজেলার আশিক মাহমুদ (৭১), মুনসিগঞ্জ জেলার টঙ্গিবাড়ির লতিফ সিকদার (৭৭), কক্সবাজার জেলার চকরিয়ার মো. আবু তাহের (৬১), কুমিল্লা জেলার বুরিচং উপজেলার রাজাপুর গ্রামের মির্জা আবুল কাসেম (৬০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জের মাজেদা বেগম (৬৬) এবং চাঁদপুর জেলার কচুয়ার মো. ইদ্রিস আলম ব্যাপারী (৭২)।
নিহতদের অধিকাংশই হৃদরোগে আক্তান্ত হয়ে মারা যান বলে মক্কা হজ মিশন থেকে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























