আকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহবধূকে মারধ্র শেষে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার বিচার পেতে গতকাল শুক্রবার রাতে স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহিনী সুরমা বেগম (২২)।
এ ঘটনা সম্পর্কে জিউধরা গ্রামের দরিদ্র কৃষক মিজানুর মৃধার মেয়ে সুরমা বেগম বলেন, এক বছর পূর্বে তার বিয়ে হয় পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে রাজিব শেখ (৩২)-এর সাথে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নগদ টাকার জন্য সুরমার ওপর নির্যাতন চালাতো স্বামীসহ পরিবারের অপর সদস্যরাও।
সর্বশেষ, গত ১৯ জুলাই রাতে সুরমাকে মারধর করে মাথার চুল ন্যাড়া করে একটি কক্ষে আটকে রাখে। সেখান থেকে কৌশলে পালিয়ে পিতাকে সাথে নিয়ে গতকাল শুক্রবার থানায় হাজির হয়ে স্বামী, শ্বাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এ খবর জানতে পেরে রাজীব মৃধার ঘরে তালা ঝুলিয়ে সকলে পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে আজ শনিবার থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাইয়ের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























