অাকাশ জাতীয় ডেস্ক:
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব নিয়েছেন নতুন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ঢাকা মেডিকেলের হাসপাতালের রোগীদের চিকিৎসা কীভাবে উন্নত করা যায় এবং সার্বিক পরিস্থিতি কীভাবে আরও ভালো করা যায় সে ব্যাপারে তিনি কাজ করবেন। এক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা চেয়েছেন।
বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব পালন করেছেন। এরপর তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যার্পণ করা হয়।
গত ৩ আগস্ট দেশের চারটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর চারজন বিগ্রেডিয়ার জেনারেলকে দায়িত্ব দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আকাশ নিউজ ডেস্ক 

























