আকাশ জাতীয় ডেস্ক:
ফেনী শহরের রামপুরে পরকীয়ার জেরে গরু খামারের কর্মচারী মোজাম্মেল হক সাগরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
গত ৩০ মে রামপুর পাটোয়ারী বাড়ির সাদেক হোসেন পাটোয়ারির গরুর খামারের ভেতর খামারের কর্মচারী সাগরকে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তারা তার মোবাইল ফোনটি নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে ঘটনার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের উপর। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যায় জড়িত চাঁদপুরের ফরিদপুর উপজেলার অষ্টগ্রামের আবদুল খালেকের ছেলে মোহন (৩০) প্রকাশ নয়ন, তার স্ত্রী খালেদা আক্তার বৃষ্টি (২৬), ও বড়ভাই রাজনকে (৩৫) আটক করে।
পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে নয়ন ওই খামারের কাছে ভাড়া থাকতো। এই সময় নয়নের স্ত্রী খালেদার সাথে সাগরের পরকীয়া প্রেমের সম্পর্ক হয়ে যায়। তাদের সম্পর্কের ভিডিও ক্লিপ ও ছবি সাগরের মোবাইল ধারন করা ছিল। এই কারনে নয়ন সাগরকে হত্যার পরিকল্পনা করে এবং তার বড় ভাই রাজনকেও ঘটনার সাথে সম্পৃক্ত করে। ঘটনার দিন খামারে গিয়ে তারা সাগরকে ভিডিও ও অডিও ক্লিপ ডিলেট করে দিতে বলে। এতে সাগর রাজি না হয়ে তাদের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়। তারপর তারা সাগরকে কুপিয়ে তার মোবাইল নিয়ে চলে যায়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























