ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

অবশেষে জন্মভূমিতে ফিরছে ‘বদলে যাওয়া ক্রিকেট

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাঠে গিয়ে হোক বা টিভি পর্দায়, শেষ কবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেছেন মনে আছে? না থাকলে ফেরা যাক গত মার্চের শুরুর দিনগুলোর দিকে। শুরুটা চীনে হলেও করোনা ভাইরাস তখন একের পর এক ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে। ভারী হচ্ছিল মৃত্যুর মিছিল। আতঙ্ক ও ঝুঁকি এড়ানোর প্রভাবটা পড়েছিল ক্রীড়াবিশ্বেও। স্থগিত হয়ে যায় একের পর এক বৈশ্বিক আসর।

স্থগিতের তালিকায় যুক্ত হয় ক্রিকেটও। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি স্থগিত হয় আন্তর্জাতিক আসর। পরিত্যক্ত হয় একের পর এক সিরিজ। তখন নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। ১৩ মার্চ প্রথম ম্যাচটা হলেও পরে আর মাঠে দেখা যায়নি ব্যাট-বলের যুদ্ধ। আর সেটাই করোনা পূর্ববর্তী শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যায় ।

অবশেষে চার মাসেরও বেশি সময় পর ফিরছে ক্রিকেট। সেটাও ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে করোনা পরবর্তী ক্রিকেট আসর। প্রথম ম্যাচটি হবে বুধবার (৮ জুলাই) সাউদ্যাম্পটনের রোজ বোলে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে।

হঠাৎ বদলে যাওয়া পৃথিবীতে ক্রিকেটেও আসছে নানা পরিবর্তন। এমন কোনো ম্যাচ হয়তো আপনি দেখেননি, খেলা হচ্ছে আর দর্শক নেই। এবার তেমন এক ক্রিকেট ম্যাচই দেখতে যাচ্ছেন। ঝুঁকি ও সংক্রমণ এড়াতে সিরিজের কোনো ম্যাচেই থাকবে না দর্শক। ম্যাচটি হবে ‘ক্লোজড ডোর’ এবং জীবাণূমুক্ত পরিবেশে।

অনুশীলনে স্টোকসকরোনার পর ক্রিকেটে বোলারদের বল উজ্জ্বল করার জন্য থুতু নিষিদ্ধ করা নিয়েও আলোচনা হয়েছিল। তবে ক্রিকেটারদের পক্ষ-বিপক্ষ মতের কারণে তা নিয়ে কোনো আইন করেনি আইসিসি। এছাড়া এবার খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়লে যাতে ম্যাচে কোনো অসুবিধা না হয় তার জন্য মূল দলের পাশাপাশি রিজার্ভ স্কোয়াডও রাখা হয়েছে।

ক্যারিবিয়ানরা এই সিরিজ খেলতে ইংল্যান্ডে আছে এক মাস ধরে। ৯ জুন দেশটিতে পা দেওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল তারা। এরপর অনুশীলন সেরেছে। যার কারণে ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে সুবিধা হওয়ার কথা ফিল সিমন্সের শিষ্যদের। কিন্তু বোলিংটা শক্ত হলেও সফরকারীদের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। কারণ ২০১৭ সালের পর ইংল্যান্ড সফরে যাওয়া ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের শেষ ১৯ টেস্টের গড় মাত্র ২৩.৫৯।

স্বাগতিক হওয়ায় ইংল্যান্ড আছে ফুরফুরে মেজাজে। তবে সিরিজের প্রথম টেস্টে তারা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক জো রুটকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগে থেকে সাউদাম্পটনের অনুশীলন ক্যাম্প ছাড়েনি তিনি। রুটের পরিবর্তে ইংলিশদের নেতৃত্ব দেবেন বেন স্টোকস। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অধিয়াকত্ব করবেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

অবশেষে জন্মভূমিতে ফিরছে ‘বদলে যাওয়া ক্রিকেট

আপডেট সময় ০৯:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাঠে গিয়ে হোক বা টিভি পর্দায়, শেষ কবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেছেন মনে আছে? না থাকলে ফেরা যাক গত মার্চের শুরুর দিনগুলোর দিকে। শুরুটা চীনে হলেও করোনা ভাইরাস তখন একের পর এক ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে। ভারী হচ্ছিল মৃত্যুর মিছিল। আতঙ্ক ও ঝুঁকি এড়ানোর প্রভাবটা পড়েছিল ক্রীড়াবিশ্বেও। স্থগিত হয়ে যায় একের পর এক বৈশ্বিক আসর।

স্থগিতের তালিকায় যুক্ত হয় ক্রিকেটও। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি স্থগিত হয় আন্তর্জাতিক আসর। পরিত্যক্ত হয় একের পর এক সিরিজ। তখন নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। ১৩ মার্চ প্রথম ম্যাচটা হলেও পরে আর মাঠে দেখা যায়নি ব্যাট-বলের যুদ্ধ। আর সেটাই করোনা পূর্ববর্তী শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যায় ।

অবশেষে চার মাসেরও বেশি সময় পর ফিরছে ক্রিকেট। সেটাও ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে করোনা পরবর্তী ক্রিকেট আসর। প্রথম ম্যাচটি হবে বুধবার (৮ জুলাই) সাউদ্যাম্পটনের রোজ বোলে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে।

হঠাৎ বদলে যাওয়া পৃথিবীতে ক্রিকেটেও আসছে নানা পরিবর্তন। এমন কোনো ম্যাচ হয়তো আপনি দেখেননি, খেলা হচ্ছে আর দর্শক নেই। এবার তেমন এক ক্রিকেট ম্যাচই দেখতে যাচ্ছেন। ঝুঁকি ও সংক্রমণ এড়াতে সিরিজের কোনো ম্যাচেই থাকবে না দর্শক। ম্যাচটি হবে ‘ক্লোজড ডোর’ এবং জীবাণূমুক্ত পরিবেশে।

অনুশীলনে স্টোকসকরোনার পর ক্রিকেটে বোলারদের বল উজ্জ্বল করার জন্য থুতু নিষিদ্ধ করা নিয়েও আলোচনা হয়েছিল। তবে ক্রিকেটারদের পক্ষ-বিপক্ষ মতের কারণে তা নিয়ে কোনো আইন করেনি আইসিসি। এছাড়া এবার খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়লে যাতে ম্যাচে কোনো অসুবিধা না হয় তার জন্য মূল দলের পাশাপাশি রিজার্ভ স্কোয়াডও রাখা হয়েছে।

ক্যারিবিয়ানরা এই সিরিজ খেলতে ইংল্যান্ডে আছে এক মাস ধরে। ৯ জুন দেশটিতে পা দেওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল তারা। এরপর অনুশীলন সেরেছে। যার কারণে ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে সুবিধা হওয়ার কথা ফিল সিমন্সের শিষ্যদের। কিন্তু বোলিংটা শক্ত হলেও সফরকারীদের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। কারণ ২০১৭ সালের পর ইংল্যান্ড সফরে যাওয়া ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের শেষ ১৯ টেস্টের গড় মাত্র ২৩.৫৯।

স্বাগতিক হওয়ায় ইংল্যান্ড আছে ফুরফুরে মেজাজে। তবে সিরিজের প্রথম টেস্টে তারা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক জো রুটকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগে থেকে সাউদাম্পটনের অনুশীলন ক্যাম্প ছাড়েনি তিনি। রুটের পরিবর্তে ইংলিশদের নেতৃত্ব দেবেন বেন স্টোকস। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অধিয়াকত্ব করবেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার।