অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক তার দফতরে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেএমবি তামিম গ্রুপের আইটি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে (২২) গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে রাকিবকে জেলার হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে। একইদিন বিকেলে তাকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব জানান- তিনি ২০০৯ সালে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। ২০১৪ সালে জেএমবির তামিম গ্রুপে দাওয়াত শাখায় আইটি বিষয়ে প্রশিক্ষণ নেন। তার নামে বে নামে ১৩ টি ফেসবুক আইডি রয়েছে।তার কাছ থেকে ২২টি জেহাদি ও প্রশিক্ষণের অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত রাকিব দিনাজপুরের কান্তজির মন্দিরে হামলায় জড়িত ছিলেন বলে জানান। তিনি জেএমবির ৩১৩ বদরী সৈনিকের আইটি বিষয়ক সম্পাদক।বর্তমানে তিনি হাতিবান্ধা সিফাতিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে অধ্যয়নরত।
এ বিষয়ে হাতিবান্ধা থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























