আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনা দ্বিতীয় টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে দেশের সাবেক ক্রিকেট তারকা নাফিস ইকবালের।
তামিম ও নাফিসের মা নুসরাত ইকবালের দ্বিতীয় টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার সপরিবারে করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন নাফিস ইকবাল।
সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাফিস ইকবাল নিজেই।
তিনি বলেন, আমি ও আমার পরিবারের যারা করোনায় আক্রান্ত হয়েছেন, সবার রিপোর্টই নেগেটিভ আসে। সবাই এখন করোনামুক্ত। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
গত ১৯ জুন নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
পরে জানা যায়, প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত নাফিসের মা, তার স্ত্রী ও সন্তান।
পরিবারের সবার করোনামুক্তের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল।
আকাশ নিউজ ডেস্ক 
























