ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ডিএসইতে আবার হাজার কোটি টাকার লেনদেন

অাকাশ জাতীয় ডেস্ক:

দরপতনের ধারা থেকে বেরিয়ে আবার টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। প্রায় প্রতিদিনই মূল্য সূচকের সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণ। ফলে সোমবার ১৩ কার্যদিবস পর ডিএসইতে আবারও হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। সেই সঙ্গে রেকর্ড অবস্থানে উঠে এসেছে বাজার মূলধন ও প্রধান সূচক ডিএসইএক্স।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৩১ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫৯ লাখ টাকা। অপর বাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ২০ কোটি ৭১ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স’র ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে সূচকের বড় উত্থানেই লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। যা ডিএসইএক্স সূচকটি চালুর পর সর্বোচ্চ অবস্থান।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি সোমবার বেড়েছে অপর দুটি মূল্য সূচক। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে। আর ডিএসই শরিহ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৩০ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫৯ লাখ টাকা। বাজারটিতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

এদিকে সোমবারের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৮৬৫ কোটি ৬৫ লাখ টাকা। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ বাজার মূলধন।

টাকার অঙ্কে সোমবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার। এদিন কোম্পানির ৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিবিএস কেবলসের ৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৩৭ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজের।

লেনদেনে এরপর রয়েছে- আল-আরাফা ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং আর্গন ডেনিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৪৩ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে আবার হাজার কোটি টাকার লেনদেন

আপডেট সময় ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

দরপতনের ধারা থেকে বেরিয়ে আবার টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। প্রায় প্রতিদিনই মূল্য সূচকের সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণ। ফলে সোমবার ১৩ কার্যদিবস পর ডিএসইতে আবারও হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। সেই সঙ্গে রেকর্ড অবস্থানে উঠে এসেছে বাজার মূলধন ও প্রধান সূচক ডিএসইএক্স।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৩১ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫৯ লাখ টাকা। অপর বাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ২০ কোটি ৭১ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স’র ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে সূচকের বড় উত্থানেই লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। যা ডিএসইএক্স সূচকটি চালুর পর সর্বোচ্চ অবস্থান।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি সোমবার বেড়েছে অপর দুটি মূল্য সূচক। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে। আর ডিএসই শরিহ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৩০ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫৯ লাখ টাকা। বাজারটিতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

এদিকে সোমবারের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৮৬৫ কোটি ৬৫ লাখ টাকা। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ বাজার মূলধন।

টাকার অঙ্কে সোমবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার। এদিন কোম্পানির ৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিবিএস কেবলসের ৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৩৭ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজের।

লেনদেনে এরপর রয়েছে- আল-আরাফা ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং আর্গন ডেনিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৪৩ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।