ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

লিবিয়ায় মানবপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

লিবিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত আরও দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। গ্রেফতার দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

সোমবার (১৫ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- মাদারীপুরের রাজৈ উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের হানিফ বয়াতী (৬০) ও ছেলে নাসির বয়াতী (২৭)। তাদের রাজৈর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) দিনগত রাতে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন তেরখাদিয়া গ্রামে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হানিফ বয়াতী ও ছেলে নাসির বয়াতীকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা বাবা-ছেলে বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজটা করতেন। তাদের নামে রাজৈর থানা ও ঢাকার পল্টন থানায় মানবপাচার মামলা রয়েছে। তাদের রাজৈর থানায় হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৮ মে রাতে লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। এ ঘটনায় আহত হন ১১ জন। এদের মধ্যে নিহত ১১ জন ও আহত ৪ জনের বাড়ি মাদারীপুরে। লিবিয়ার মিজদায় হত্যাকাণ্ডের ঘটনায় মাদারীপুরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা দায়ের করেন নিহতদের স্বজনরা। এসব মামলায় এ পর্যন্ত নারী দালালসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় মানবপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৯:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

লিবিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত আরও দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। গ্রেফতার দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

সোমবার (১৫ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- মাদারীপুরের রাজৈ উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের হানিফ বয়াতী (৬০) ও ছেলে নাসির বয়াতী (২৭)। তাদের রাজৈর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) দিনগত রাতে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন তেরখাদিয়া গ্রামে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হানিফ বয়াতী ও ছেলে নাসির বয়াতীকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা বাবা-ছেলে বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজটা করতেন। তাদের নামে রাজৈর থানা ও ঢাকার পল্টন থানায় মানবপাচার মামলা রয়েছে। তাদের রাজৈর থানায় হস্তান্তরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৮ মে রাতে লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। এ ঘটনায় আহত হন ১১ জন। এদের মধ্যে নিহত ১১ জন ও আহত ৪ জনের বাড়ি মাদারীপুরে। লিবিয়ার মিজদায় হত্যাকাণ্ডের ঘটনায় মাদারীপুরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা দায়ের করেন নিহতদের স্বজনরা। এসব মামলায় এ পর্যন্ত নারী দালালসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও পুলিশ।