ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

ঘৃণা ছড়াবেন না, ভক্তদের মাশরাফি-মুশফিক-তামিম-রিয়াদ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ দলের ভরসা ও বিশ্বাসের নাম মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। দেশকে অনেক আনন্দ এনে দিয়েছেন তারা। তাদের ভক্ত-সমর্তকরাও খুশি হয়েছেন। তবে অনেক সময় তাদের ছোট ভুলের কারণে ম্যাচ হেরে যান। তাই সর্মথকদের তারা অনুরোধ করেছেন, যেন কাউকে দোষারোপ করে গালিগালাজ না করেন।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতে উঠছেন। শনিবার (২৩ মে) রাতে তামিম সেই আড্ডার ইতি টানেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দিয়ে। সেখানেই এই চার সিনিয়র ক্রিকেটার তাদের ভক্ত ও সমর্তকদের অনুরোধ করেন।

লাইভের শেষ দিকে প্রসঙ্গ টেনে তামিম বলেন, এখন দেখা যায় যে প্রত্যেকটা ক্রিকেটারের যেমন তামিমিয়ান, মুশফিকায়ান, মাশরাফিয়ান এরকম গ্রুপ কিংবা ভক্ত আছে। সব দর্শকের পছন্দের খেলোয়াড় থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই গ্রুপের কারণে একজন আরেকজনকে অনেক সময় আক্রমণ করে বসেন। সেটা ঠিক না। আমি সবাইকে অনুরোধ করব যেন এ ধরনের আক্রমণ কেউ কেউকে না করেন। তামিমের সমর্থক মুশফিককে গালি দেবে আবার মুশফিকের সমর্থক তামিমকে গালি দেবে, এটা ঠিক নয়। একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু সবাই বাংলাদেশের হয়ে খেলি।

মাশরাফি বলেন, তোকে ধন্যবাদ তামিম এই বিষয়টা তোলার জন্য। এটা নিয়ে কথা বলবো আমারও অনেকবার মনে হয়েছে। আমাদের নিজের ক্ষতিটা আসলে আমরা নিজেরাই করছি। আমরা তো খেলি বাংলাদেশের জন্য, আপনাদের জন্য। গালি দিতে হলে সবাইকে একসঙ্গে দেন, একজনকে আরেকজনের জন্য গালি দিয়েন না। ক্রিকেট জেন্টলম্যান গেম, দর্শকরাও জেন্টল হন। আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে সবসময় ছিল আর কেবল এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা ক্রিকেট বিশ্বে আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

রিয়াদ বলেন, কাদা ছোড়াছুড়ি করলে কারও কোনো লাভ হয় না। শেষপর্যন্ত কাদা নিজের গায়েই লাগে। আমরা কিন্তু সবাই বাংলাদেশ দলের হয়ে খেলি।

মুশফিক বলেন, আমরা বাংলাদেশ দলের হয়ে খেলি। আমি মনে করি দল কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য ম্যাচ জেতে কিংবা হারে না। আমরা সবাই সমানভাবে দলে অবদান রাখি। আমার কোনো সমর্থক রিয়াদ ভাই বা মাশরাফি ভাই বা তামিম-সাকিবকে খারাপ বলবে এটা আমি কখনোই চাইব না। তাই আমিও সবাইকে অনুরোধ করব যে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

ঘৃণা ছড়াবেন না, ভক্তদের মাশরাফি-মুশফিক-তামিম-রিয়াদ

আপডেট সময় ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ দলের ভরসা ও বিশ্বাসের নাম মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। দেশকে অনেক আনন্দ এনে দিয়েছেন তারা। তাদের ভক্ত-সমর্তকরাও খুশি হয়েছেন। তবে অনেক সময় তাদের ছোট ভুলের কারণে ম্যাচ হেরে যান। তাই সর্মথকদের তারা অনুরোধ করেছেন, যেন কাউকে দোষারোপ করে গালিগালাজ না করেন।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতে উঠছেন। শনিবার (২৩ মে) রাতে তামিম সেই আড্ডার ইতি টানেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দিয়ে। সেখানেই এই চার সিনিয়র ক্রিকেটার তাদের ভক্ত ও সমর্তকদের অনুরোধ করেন।

লাইভের শেষ দিকে প্রসঙ্গ টেনে তামিম বলেন, এখন দেখা যায় যে প্রত্যেকটা ক্রিকেটারের যেমন তামিমিয়ান, মুশফিকায়ান, মাশরাফিয়ান এরকম গ্রুপ কিংবা ভক্ত আছে। সব দর্শকের পছন্দের খেলোয়াড় থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই গ্রুপের কারণে একজন আরেকজনকে অনেক সময় আক্রমণ করে বসেন। সেটা ঠিক না। আমি সবাইকে অনুরোধ করব যেন এ ধরনের আক্রমণ কেউ কেউকে না করেন। তামিমের সমর্থক মুশফিককে গালি দেবে আবার মুশফিকের সমর্থক তামিমকে গালি দেবে, এটা ঠিক নয়। একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু সবাই বাংলাদেশের হয়ে খেলি।

মাশরাফি বলেন, তোকে ধন্যবাদ তামিম এই বিষয়টা তোলার জন্য। এটা নিয়ে কথা বলবো আমারও অনেকবার মনে হয়েছে। আমাদের নিজের ক্ষতিটা আসলে আমরা নিজেরাই করছি। আমরা তো খেলি বাংলাদেশের জন্য, আপনাদের জন্য। গালি দিতে হলে সবাইকে একসঙ্গে দেন, একজনকে আরেকজনের জন্য গালি দিয়েন না। ক্রিকেট জেন্টলম্যান গেম, দর্শকরাও জেন্টল হন। আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে সবসময় ছিল আর কেবল এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা ক্রিকেট বিশ্বে আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

রিয়াদ বলেন, কাদা ছোড়াছুড়ি করলে কারও কোনো লাভ হয় না। শেষপর্যন্ত কাদা নিজের গায়েই লাগে। আমরা কিন্তু সবাই বাংলাদেশ দলের হয়ে খেলি।

মুশফিক বলেন, আমরা বাংলাদেশ দলের হয়ে খেলি। আমি মনে করি দল কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের জন্য ম্যাচ জেতে কিংবা হারে না। আমরা সবাই সমানভাবে দলে অবদান রাখি। আমার কোনো সমর্থক রিয়াদ ভাই বা মাশরাফি ভাই বা তামিম-সাকিবকে খারাপ বলবে এটা আমি কখনোই চাইব না। তাই আমিও সবাইকে অনুরোধ করব যে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন।